Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

ঘুম থেকে উঠে যে দোয়া পড়তে হয়

আমার সংবাদ ডেস্ক

নভেম্বর ১৯, ২০১৯, ১১:৫৪ এএম


ঘুম থেকে উঠে যে দোয়া পড়তে হয় হাদিসে বর্ণিত হয়েছে, হজরত হুযাইফা (রা.) বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুম থেকে উঠতেন, তখন তিনি বলতেন, الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَمَا أَمَاتَنَا ، وَإِلَيْهِ النُّشُورُ উচ্চারণ : আলহামদু লিল্লা-হিল্লাযী আহ্ইয়া-না- বা‘দা মা- আমা-তানা- ওয়া ইলাইহিন্ নুশূর। অর্থ: প্রশংসা আল্লাহর জন্য, যিনি (নিদ্রারূপ) মৃত্যুর পর আমাদেরকে জীবিত করলেন, আর তারই নিকট সকলের পুনরুত্থান। (মুসলিম, আসসাহিহ : ২৭১১)। কোরআনে আরও বর্ণিত হয়েছে, মহান রাব্বুল আলামিন বলেন- وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا রাত্রিকে করেছি আবরণ। وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا দিনকে করেছি জীবিকা অর্জনের সময় (সূরা: আন-নাবা, আয়াত: ৯, ১০ ও ১১)। মূলত ঘুমের মাধ্যমে প্রশান্তি লাভের পর মানুষকে আল্লাহর শোকরিয়া আদায় করা সকলের কর্তব্য। জেডআই