Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

অবৈধভাবে হজ পালনের চেষ্টা: আটক ২৪৪

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ২৯, ২০২০, ০৭:০৭ এএম


অবৈধভাবে হজ পালনের চেষ্টা: আটক ২৪৪

অবৈধভাবে হজ পালনের চেষ্টা করায় মঙ্গলবার (২৮ জুলাই) হজ সিকিউরিটি ফোর্স ২৪৪ জনকে আটক করেছে।

সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, অনুমতি না পাওয়ার পরেও তারা প্রটোকল ভেঙে হজ পালনের চেষ্টা করছিলেন। প্রমাণ সাপেক্ষে তাদের আটক করে শাস্তি দেয়া হয়েছে।  

সৌদি প্রশাসন জানিয়েছে, করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে কড়া নিরাপত্তা বজায় রেখে সীমিত পরিসরে হজ পালন হচ্ছে।

অনুমতি না থাকলে কেউ যেন এ বছর হজ পালনের চেষ্টা না করে। এবারের নিরাপত্তা ব্যবস্থা কঠিন। ধাপে ধাপে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মুখোমুখি হতে হয়।

প্রতি বছর কুরবানির ঈদের সময় ২৫ লাখ মুসলমানের অংশগ্রহণে সৌদি আরবে পালিত হয় ইসলাম ধর্মের অন্যতম ‘ফরজ’ হজ।

মহামারীর কারণে এবার অন্য দেশ থেকে কারও মক্কা গমনে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব।

তবে দেশটিতে অবস্থানরত বিভিন্ন দেশের নাগরিকদের মধ্য থেকে সীমিত সংখ্যক এই ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।

এবার কোভিড-১৯ মহামারী ইসলাম ধর্মের এই আনুষ্ঠানিকতাকে অনিশ্চয়তায় ফেলে দিয়েছিল।

সৌদি আরবে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর কাবা শরিফেও নামাজ আদায় বন্ধ করে দিয়েছিল সৌদি সরকার।

এবারের হজে যারা অংশ নেয়ার সুযোগ পাচ্ছেন তারা মক্কায় উপস্থিত হওয়ার পরপরই তাদের দেহের তাপমাত্রা পরীক্ষা ও ভাইরাস পরীক্ষা করা হয়েছে। অংশগ্রহণকারীদের হজ শুরুর আগে ও পরে কোয়ারেন্টিনেও থাকতে হবে।

আমারসংবাদ/এআই