Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

সকল অশুভ শক্তি বিনাশ করতে আসবেন দুর্গা দেবী

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

অক্টোবর ২৬, ২০২০, ০২:২৪ পিএম


সকল অশুভ শক্তি বিনাশ করতে আসবেন দুর্গা দেবী

জগতের সকল অশুভ শক্তি বিনাশ ও করোনাকে বধ করতে এবার দুর্গা দেবী স্বর্গ থেকে এসেছেন দোলায়, যাবেন হাতিতে চড়ে।

নওগাঁর ধামইরহাট উপজেলায় পৌরসভার তিনটি দুর্গা মন্দিরসহ আট টি ইউনিয়নের মোট ২৭টি মন্দিরে করোনাকালে সকল স্বাস্থ্যবিধি মেনে ও নিরাপদ দূরত্ব বজায় রেখে দুর্গাপূজা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ধামইরহাট উপজেলা শাখা এ প্রতিবেদককে নিশ্চিত করেন।

চণ্ডীপাঠ বোধন এবং দেবীর অধিবাসের মধ্য দিয়ে সনাতন হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা রবিবার (২৫ অক্টোবর) সকালে বিহিত পূজার মাধ্যমে মহানবমী পূজা এবং সোমবার (২৬ অক্টোবর) সকালে দর্পণ বিসর্জন এরপর সন্ধ্যায় প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে দূর্গা পূজার আনুষ্ঠানিকতা।

প্রার্থনারত শ্রী গৌরব প্রসাদ সাহা বলেন, সকল পাপাচার ও সামাজিক অবক্ষয় থেকে মুক্তিসহ দেশের মঙ্গল কামনায় দূর্গা মায়ের কাছে প্রার্থনা করেছি। তিনিই আমাদের মুক্তি দিবেন।

ধামইরহাট কেন্দ্রীয় শিব মন্দির দুর্গাপূজা পরিচালনা কমিটির সভাপতি শ্রী ব্রজনাথ প্রসাদ সাহা বলেন, করোনা থেকে মুক্তি এবং সমগ্র বিশ্বের মানুষের মঙ্গল কামনায় দেবী মায়ের কাছে প্রার্থনা করেছি।

আমারসংবাদ/এমআর