Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

প্রথম হজ ফ্লাইট শুরু ১৬ আগস্ট

এপ্রিল ১৬, ২০১৫, ০৯:০৯ এএম


প্রথম হজ ফ্লাইট শুরু ১৬ আগস্ট

 চলতি বছর হজ পালনে সৌদি আরব যাওয়ার ফ্লাইট শুরু হচ্ছে ১৬ আগস্ট। এটি শেষ হবে ১৮ সেপ্টেম্বর। হজ শেষে ফিরতি ফ্লাইট ২৭ সেপ্টেম্বর শুরু হয়ে শেষ হবে ২৮ অক্টোবর।

বৃহস্পতিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে তিনি চলতি বছর হজ ব্যবস্থাপনা সুষ্ঠু, ফলপ্রসূ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে এক আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতিত্ব করেন।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে ২২ সেপ্টেম্বর (৯ জিলহজ ১৪৩৫ হিজরী) এ বছরের পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

রাশেদ খান মেনন বলেন, ‘এবার এক লাখ এক হাজার ৭৫৮ জন হজে অংশগ্রহণ করবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ৯১ হাজার ৭৫৮ জন হজ পালন করতে পারবেন। সরকার গত ৫ মার্চ সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই করে।’

মন্ত্রী বলেন, ‘চলতি বছর নিজস্ব ৩টি বোয়িং ৭৭৭-৩০০ ইআর-এর মাধ্যমে বাংলাদেশ সরকার  ৫১ হাজার হজযাত্রী পরিবহণ করবে। বাকি অর্ধেক পরিবহণ করবে সৌদি সরকার। বোয়িং ৭৭৭-৩০০ ইআর-এর আসন সংখ্যা ৪১৯ ও প্রতিটি ফ্লাইটের জন্য ৩৭টি স্লট হিসেবে এ যাত্রী পরিবহণ করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।’

তিনি বলেন, ‘গত বছরে বিভিন্ন হজ এজেন্সির অনিয়মের কারণে শুরুতে হজে যেতে না পারা ৪০০ জন হজযাত্রীকে সরকারি ভাবে হজে পাঠানোর ব্যবস্থা করা হয়েছিল। এজন্য সরকার সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সকে ৪ কোটি ১৬ লাখ ৫০ হাজার টাকা দিয়েছে।’