Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

পবিত্র শবে বরাত ২ জুন

মে ১৯, ২০১৫, ০১:৫৭ পিএম


পবিত্র শবে বরাত ২ জুন

 রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৪৩৬ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গিয়েছে। সে হিসাবে আগামী ২ জুন (মঙ্গলবার) সারাদেশে যথাযোগ্য ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র শবে বরাত পালিত হবে।

চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার লক্ষ্যে মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির একসভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল। সভায় আরো উপস্থিত ছিলেন- প্রধান তথ্য কর্মকর্তা তছির আহামদ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দীন, তথ্য মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, আবহাওয়া অধিদপ্তর এবং ঢাকা জেলা প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আরবী শাবান মাসের ১৫ তারিখে পূণ্যময় রাত হিসেবে ধর্মপ্রাণ মুসলমানরা এটিকে পালন করে থাকেন।