Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

দেওয়ানবাগীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২৮, ২০২০, ০৬:০০ এএম


দেওয়ানবাগীর মৃত্যু

রাজধানী ঢাকার আরামবাগে নিজ বাসভবনে স্ট্রোক করে পীর দেওয়ানবাগী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (২৮ ডিসেম্বর) সকাল পৌনে ৭টার দিকে নিজ বাসায় স্ট্রোক করেন তিনি। 

এরপর তাকে দ্রুত রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দেওয়ানবাগীকে মৃত ঘোষণা করেন। 

বর্তমানে তার মরদেহ আরামবাগে নেওয়া হয়েছে। দেওয়ানবাগীর পারিবারিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে ১৯৪৯ সালের ১৪ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বা হাদুরপুর গ্রামে জন্মগ্রহণ করেন দেওয়ানবাগী। তার বাবার নাম সৈয়দ আবদুর রশিদ সরদার। আর মায়ের নাম সৈয়দা জোবেদা খাতুন। ছয় ভাই ও দুই বোনের মধ্যে তিনি সবার ছোট।

দেওয়ানবাগী নিজ এলাকার তালশহর কারিমিয়া আলিয়া মাদরাসা থেকে ফাজিল পর্যন্ত পড়াশুনা করেন। পরে ফরিদপুরে চন্দ্রপাড়া দরবারের প্রতিষ্ঠাতা আবুল ফজল সুলতান আহমেদ চন্দ্রপুরীর হাতে বাইয়াত নেন। এরপর পীরের মেয়ে হামিদা বেগমকে বিয়ে করেন দেওয়ানবাগী এবং শ্বশুরের কাছ থেকে খেলাফত লাভ করেন।

একপর্যায়ে সেখান থেকে নিজেই নারায়ণগঞ্জে এসে দেওয়ানবাগ নামক স্থানে একটি আস্তানা করেন এবং সুফি সম্রাট পরিচয় দিতে থাকেন। পরে মতিঝিলের ১৪৭ আরামবাগে স্থায়ী দরবার গড়ে কার্যক্রম পরিচালনা করছেন দেওয়ানবাগী।

প্রসঙ্গত, দেওয়ানবাগী বিভিন্ন সময় ইসলামী শরীয়তবিরোধী বিভিন্ন কর্মকাণ্ড ও বক্তব্যের কারণে সমালোচিত হয়েছেন। এছাড়া নিজেকে কখনো খোদা, কখনো নবীর মেয়ের জামাইও দাবি করেছেন। 

আমারসংবাদ/জেডআই