Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

পাকিস্তান-ইন্দোনেশিয়ার ওমরাহ ফ্লাইট আবারো স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ৪, ২০২১, ০৪:৪৫ এএম


পাকিস্তান-ইন্দোনেশিয়ার ওমরাহ ফ্লাইট আবারো স্থগিত

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধের পর সীমিত আকারে আন্তর্জাতিক যাত্রীদের ওমরাহ খোলা হয়েছিলো। 

যে সকল দেশ থেকে ওমরাহকারীরা সৌদি আরবে আসছিলেন সেই দেশগুলোর মধ্যে অন্যতম ছিলো ইন্দোনেশিয়া এবং পাকিস্তান।

কিন্তু সারাবিশ্বে করোনার নতুন স্ট্রেইন ছড়িয়ে পড়ায় এই দুই দেশের জন্যও ওমরাহ আবারো বন্ধ হয়েছে। পরবর্তী ঘোষণা পর্যন্ত এটি কার্যকর থাকবে।

এদিকে, করোনার নতুন স্ট্রেইন ছড়িয়ে পড়ায় সৌদি আরব ২০টি দেশের সঙ্গে ৩ ফেব্রুয়ারি রাত ৯টা থেকে পরবর্তী ঘোষণার আগ পর্যন্ত সাময়িকভাবে ফ্লাইট যোগাযোগ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। 

২০টি দেশ হলো: আর্জেন্টিনা, আরব আমিরাত, জার্মান, আমেরিকা, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, ইতালি, পাকিস্তান, ব্রাজিল, পর্তুগাল, ইউকে, তুরস্ক, সাউথ আফ্রিকা, সুইডেন, সুইজারল্যান্ড, ফ্রান্স, লেবানন, মিশর, ইন্ডিয়া এবং জাপান।

এই তালিকায় বাংলাদেশ নেই। বাংলাদেশের সঙ্গে এখনো ফ্লাইট যোগাযোগ চালু রয়েছে। 

আমারসংবাদ/এআই