Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

সৌদিসহ মধ্যপ্রাচ্যে মঙ্গলবার থেকে রোজা শুরু

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ১১, ২০২১, ০৪:৩০ পিএম


সৌদিসহ মধ্যপ্রাচ্যে মঙ্গলবার থেকে রোজা শুরু

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের আকাশে রোববার (১১ এপ্রিল) রাতে রমজান মাসের চাঁদ দেখা যায়নি। সোমবার ৩০ দিন পূর্ণ হবে শাবান মাসের।

এর ফলে আগামী মঙ্গলবার (১৩ এপ্রিল) থেকে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে মাহে রমজান শুরু হবে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, রোববার সন্ধ্যায় বৈঠকে বসে সৌদি আরবের চাঁদ দেখা কমিটি। খালি চোখে আরবের আকাশে রমজান মাসের চাঁদ দেখা যায়নি। সোমবার (১২ এপ্রিল) শাবান মাসের ৩০ তারিখ বলে গণ্য হবে। তাই মঙ্গলবার থেকে রোজা পালনের ঘোষণা দেয়া হয়েছে।

রমজান মাসের চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবে সোমবার রাত থেকে তারাবির নামাজ শুরু হবে। সৌদি আরবের পাশাপাশি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ জর্ডান, ফিলিস্তিন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন ও ওমানে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস।

সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। সে হিসেবে বাংলাদেশে আগামী বুধবার থেকে মাহে রমজান শুরু হতে পারে।

আমারসংবাদ/এআই