Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

ভিন্ন দেশে ভিন্ন নিয়মে রমজান পরিকল্পনা

ধর্ম ডেস্ক

এপ্রিল ১৩, ২০২১, ০৮:৩০ এএম


ভিন্ন দেশে ভিন্ন নিয়মে রমজান পরিকল্পনা

আজ থেকেই শুরু হয়েছে বিভিন্ন দেশে পবিত্র রোজা পালন। করোনার এই ভয়াবহ পরিস্থিতে গত বছরের চেয়েও ভিন্ন নিয়মে পবিত্র রমজান মাসের পরিকল্পনা সাজিয়েছে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশ৷

চলুন জেনে নেই কী কী নিয়মে সাজানো হলো রমজান মাসের পরিকল্পনা-- 

মসজিদে বড় জোর ২০-৩০ শতাংশ

এবার দেশে দেশে রমজান মাসে তারাবিসহ সব নামাজ ঘরে পড়তেই উৎসাহিত করা হচ্ছে। তবে কয়েকটি দেশে সামাজিক দূরত্ব বজায় রেখে কিছু মসজিদে বড় জোর ২০ থেকে ৩০ ভাগ মুসল্লিকে নামাজ পড়ার অনুমতি দেয়া হয়েছে৷

ঘরে ইফতার ও সেহরি

রমজান মাসে মুসলিম-প্রধান সব দেশেই ইফতারি ও সেহরির ব্যবস্থা থাকে মসজিদে। কিন্তু করোনা পরিস্থিতিতে এবার ইফতার ও সেহরি উপলক্ষে বাইরে যে কোনো ধরনের সমাবেশ আরব ও আফ্রিকা অঞ্চলের মুসলিম অধ্যুষিত অনেক দেশে এবার নিষিদ্ধ৷

দরিদ্রদের জন্য হোম ডেলিভারি

রমজান মাসে যেন দরিদ্রদের খাবারের অভাবে রোজা রাখতে সমস্যা না হয় সেদিকেও লক্ষ্য রাখছে কয়েকটি দেশ। সংযুক্ত আরব আমিরাতে গরিবদের ঘরে ইফতার পৌঁছে দেয়ার অঙ্গিকার করেছে সরকার৷

টিকা নিলে রোজা ভাঙে না

করোনা ভাইরাসের টিকা নিলে রোজা ভেঙে যাবে কী না এই প্রশ্নটা বড় হয়ে উঠেছিল অনেক দেশেই। তবে টিকা নিয়ে রোজা রাখা যাবে বলে জানিয়েছেন ধর্মগুরু এবং ইসলামি চিন্তাবিদরা। গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল করিম খাসাওনেহ-এর ফতোয়া উল্লেখ করে এমন বক্তব্যই প্রকাশ করা হয় জর্ডানের ইফতা ডিপার্টমেন্টের ওয়েবসাইটে৷ তবে সেখানে বলা হয়, টিকা নেয়ার পর খুব জ্বর বা অন্য সমস্যার কারণে ওষুধ খেলে রোজা ভেঙে যাবে৷

সান্ধ্য আইন

রমজান মাসেও কয়েকটি দেশে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আগে জারি করা কারফিউ বা সান্ধ্য আইনের মেয়াদ বাড়ানো হয়েছে৷ ওমানে রাত নয়টা থেকে ভোর চারটা পর্যন্ত বাইরে বেরোনো নিষিদ্ধ৷ মরক্কোয় নিষেধাজ্ঞার সময় বাড়িয়ে রাত আটটা থেকে ভোর ছয়টা করা হয়েছে৷ ইরাকে কর্মদিবসে এ নিষেধাজ্ঞা নয়টা থেকে পাঁচটা আর সপ্তাহান্তে সারা দিন। তুরস্ক সান্ধ্য আইনকে শুধু সপ্তাহান্তেই সীমাবদ্ধ রেখেছে৷

ইরানে ভিডিও কনফারেন্সে কোরআন তেলাওয়াত

রমজান শুরুর আগে থেকেই ইরানে মসজিদ থেকে কোরআন তেলাওয়াত এবং সীমিত পরিসরের নামাজ সোশ্যাল মিডিয়ায় লাইভ সম্প্রচার করা হচ্ছে।  সে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলি খামেনির বার্ষিক কোরআন তেলাওয়াতও ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রচার করা হয়েছে। মিশরের ধর্ম মন্ত্রণালয়ও সে দেশে নামাজ লাইভস্ট্রিমিংয়ের জন্য একটি দিকনির্দেশনা দিয়েছে। 

আমারসংবাদ/এডি