Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

আজ ২৯ রমজান, ইফতার ও সেহরির সময়সূচি

ধর্ম ডেস্ক

মে ১২, ২০২১, ১২:১৫ পিএম


আজ ২৯ রমজান, ইফতার ও সেহরির সময়সূচি

আজ ২৯ রমজান, বুধবার (১২ মে)। ঢাকায় আজ ইফতার শুরু সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে এবং সেহরির শেষ সময় ৩ টা ৪৯ মিনিট।

ঢাকার সময়ের সঙ্গে দেশের কিছু জেলায় সেহরি এবং ইফতারের সময়ের মিল রয়েছে। তবে বেশিরভাগ জেলার সাথে ঢাকা জেলার ইফতার এবং সেহরির সময়ের কিছুটা পার্থক্য আছে। দূরত্ব অনুযায়ী ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ১১ মিনিট পর্যন্ত যোগ করে ও ১০ মিনিট পর্যন্ত বিয়োগ করে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সাহরি ও ইফতার করতে হবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

চলুন জেনে নেই ইফতারের দোয়া ও সাহরির নিয়ত-

ইফতারের দোয়া

بِسْمِ الله - اَللَّهُمَّ لَكَ صُمْتُ وَ عَلَى رِزْقِكَ وَ اَفْطَرْتُ

উচ্চারণ : ‘বিসমিল্লাহি আল্লাহুম্মা লাকা সুমতু, ওয়া আ’লা রিযক্বিকা আফত্বারতু।

অর্থ : ‘আল্লাহর নামে (শুরু করছি); হে আল্লাহ! আমি তোমারই জন্যে রোজা রেখেছি এবং তোমারই দেওয়া রিজিক দ্বারা ইফতার করছি। (আবু দাউদ মুরসাল, মিশকাত)

সেহরির পর রোজার নিয়ত

بِصَوْمِ غَدًا نَوَيْتُ مِنْ شَهْرِ رَمَضَان

উচ্চারণ : বিসাওমি গাদান নাওয়াইতু মিন শাহরি রামাদান।

অর্থ : আমি রমজান মাসের আগামীকালের রোজা রাখার নিয়ত করছি

আমারসংবাদ/এডি