Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

মানুষের দেয়া কষ্টে ধৈর্য ধারণ করাই পৃথিবীর সৌন্দর্য

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১৯, ২০২১, ০৫:৫৫ পিএম


মানুষের দেয়া কষ্টে ধৈর্য ধারণ করাই পৃথিবীর সৌন্দর্য

‘লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক। লাব্বাইক, লা শারিকা লাকা লাব্বাইক। ইন্নাল হামদা, ওয়াননি’মাতা, লাকা ওয়ালমুলক, লা শারিকা লাক...।’ 

হজ প্রভু প্রেমের অনন্য ইবাদত। হজ পালন মহান প্রভুর ভালোবাসার বর্হিপ্রকাশ। আর্থিকভাবে সাবলম্বী, শারীরিকভাবে সুস্থ এবং মানসিকভাবে পরিপূর্ণ প্রস্তুত ব্যক্তির জন্য হজ আদায় করা ফরজ। মহান আল্লাহ হজ আদায়ে মহাপূণ্যের ঘোষণা দিয়েছেন। 

করোনা মহামারির মধ্যে দ্বিতীয়বারের মতো এবারও সীমিত পরিসরে অনুষ্ঠিত হচ্ছে পবিত্র হজ। গত বছরও হজ পালনের ক্ষেত্রে সীমাবদ্ধতা ছিল। হাজিদের পরিপূর্ণ স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে সামাজিক দূরত্ব বজায় রেখেই হজ পালন করতে হচ্ছে।

সোমবার (১৯ জুলাই) দুপুরে আরাফাতের ময়দান সংলগ্ন মসজিদে নামিরা থেকে হজের খুতবা শুরু হয়। এ বছর হজে খুতবা দিয়েছেন সৌদি আরবের বিশিষ্ট আলেম, মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. বান্দার বিন আবদুল আজিজ বালিলা। তিনি সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদ এবং গবেষণা-মুফতি বোর্ডের সদস্য।

চলতি বছরও পবিত্র হজের আরবি খুতবা অন্যান্য ভাষার পাশাপাশি বাংলা ভাষায়ও অনুবাদ করা হচ্ছে। বাংলাসহ অন্য যে ভাষায় সম্প্রচার হবে হজের খুতবা তা হলো- ইংরেজি, ফ্রেন্স, তুর্কি, মালাইউ, চায়নিজ, উর্দু, ফার্সি, রাশিয়ান ও হাউসা। এ বছর হজের খুতবার বাংলা অনুবাদক হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশের কক্সবাজার জেলার মাওলানা আ ফ ম ওয়াহীদুর রহমান। বর্তমানে তিনি মক্কা ইসলামি সেন্টারে দাঈ হিসেবে কাজ করছেন। কথা হয় তাঁর সাথে। 

আমার সংবাদ: আরাফার খুতবার মূল বক্তব্যগুলো যদি বলতেন?

মাওলানা আ ফ ম ওয়াহীদুর রহমান: খুতবায় তিনি সর্ব প্রথম মহান আল্লাহর প্রশংসা ও কৃতজ্ঞতা আদায় করেন। তারপর রাসুল সা.-এর উপর দুরুদ ও সালাম পেশ করেন।  

তিনি বলেন, যে আল্লাহ তা’আলা মানুষের সাথে সদ্ব্যবহারের আদেশ দিয়েছে। ফকির-মিসকিন, অসহায়, দুর্বল-এর সাথে অনুগ্রহ করবে। আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীর খোঁজ খবর রাখবে। নিঃসন্দেহে আল্লাহ তাআলা অনুগ্রহকারীদের পছন্দ করেন এবং অহংকারকারীদেরকে অপছন্দ করেন।

খুতবায় তিনি আরো বলেন, বিপদ আপদে ধৈর্য ধারণ করা উচিত। মহানবী হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, প্রত্যেক সৎকাজের নেকি দেওয়া হবে। আল্লাহ তায়ালার জীবন ও মৃত্যুকে সৃষ্টি করেছেন যেন পরীক্ষা করেন কে নেক আমল করে এবং কে বদ আমল করে।

তিনি বলেন, মানুষের দেয়া কষ্টে ধৈর্যধারণ করাই পৃথিবীর সৌন্দর্য। দুনিয়াতে যে অনুগ্রহ করবে আখিরাতে সে এর বিনিময়ে ভাল প্রতিবাদ পাবে।

তিনি বলেন, নবী সা. বলেছেন, যে এলাকায় কোন ভাইরাস বা মহামারী ছড়িয়ে পড়বে, সেখানকার বাসিন্দারা যেন অন্য কোন এলাকায় না যায় এবং অন্য এলাকার লোকেরাও যেন সে এলাকায় প্রবেশ না করে। তারা নিজের এলাকা ও এলাকার বাসিন্দাদের জন্য দোয়া করবে। যখন কেউ কারো জন্য দোয়া করে তখন ফেরেশতারাও গর্ববোধ করেন।

আমার সংবাদ: করোনা মহামারীতে কী কী বিধি-নিষেধের মাধ্যমে হজ আদায় করা হয়?

মাওলানা আ ফ ম ওয়াহীদুর রহমান: করোনা ভাইরাস সংক্রমণের কারণে এ বছরও সৌদি আরবের বাইরে থেকে কোনো হজযাত্রীকে অংশ নিতে দেওয়া হচ্ছে না। সৌদি আরবে বাস করা দেশটির নাগরিক ও বিদেশি বাসিন্দাদের মধ্য থেকে ৬০ হাজার ব্যক্তি হজ করার অনুমতি পেয়েছেন। শুধু ১৫ থেকে ৬৫ বছর বয়সি সৌদি নাগরিক এবং দেশটিতে বাস করা ১৫০ দেশের নাগরিক হজ করার সুযোগ পেয়েছেন। সবাই দুই ডোজ ভ্যাকসিন নিয়েছেন। গতবারও বিধিনিষেধের মধ্যে ১ হাজার মুসলিমকে হজ পালনের সুযোগ দেওয়া হয়েছিল। এ বছর হাজিদের যে নির্দেশনা দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে- হজের পুরো সময় হাজিরা নিরাপদ শারীরিক দূরত্ব রক্ষা ও ফেস মাস্ক পরার নিয়ম মেনে চলবেন। হাজিদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে মসজিদে নামিরায় প্রবেশ ও বের হওয়ার জন্য পৃথক রাস্তা নির্ধারণ করা হয়েছে।

আগামীকাল মঙ্গলবার ঈদুল আজহার দিন মিনায় হাজির হয়ে তিনটি জামারায় শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপকালে ভিড় এড়াতে নির্ধারিত দূরত্বে জায়গা চিহ্নিত করা হয়েছে, যেখানে দাঁড়িয়ে হাজিরা পাথর নিক্ষেপ করবেন।

আমারসংবাদ/এসএস