Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

বিপদে আপদে পড়ার সংক্ষিপ্ত একটি দোয়া!

সেপ্টেম্বর ৬, ২০২১, ১০:৫০ এএম


বিপদে আপদে পড়ার সংক্ষিপ্ত একটি দোয়া!

সংকটকালে পড়ার একটি সংক্ষিপ্ত দুআ – “আল্লাহু আল্লাহু রাব্বী, লা উশরিকু বিহী শাইআন।”

আসমা বিনতে উমাইস রা. বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে বলেন : আমি কি তোমাকে কয়েকটি বাক্য শিক্ষা দেবো না, যা তুমি সংকটের সময় পড়বে? “আল্লাহু আল্লাহু রাব্বী, লা উশরিকু বিহী শাইআন।” (সুনানে আবু দাউদ : ১৫২৫; ইবনে মাজাহ : ৩৮৮২) হাদিসটি সহিহ 

اللهُ اللهُ رَبِّى لاَ أُشْرِكُ بِهِ شَيْئًا 
দুআটির অর্থ: আল্লাহ আল্লাহই আমার রব। তাঁর সাথে আমি কোনো কিছুকেই শরিক করি না।

দুআটি শুধুই তাওহিদের ঘোষণা, আল্লাহর একত্ববাদের স্বীকৃতি। এটিতে বান্দার কোন আবেদনের কথা নেই। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটিকে বিপদের সময়ের দুআ বলেছেন। এর মানে হচ্ছে, বান্দা তাওহিদের স্বীকারোক্তি নিয়ে আল্লাহর দ্বারস্থ হবে। আর অন্তরযামী আল্লাহ তার না-বলা প্রয়োজন পূরণ করে দেবেন।

এভাবেও বলা যেতে পারে, সংকটকালে তাওহিদের ঘোষণা মানে একথা বলা যে, আল্লাহ! সংকট থেকে উদ্ধারকারী হিসেবে কেবল তোমাকেই বিশ্বাস করি। এটাও বিশ্বাস করি যে, তুমি আমার সবকিছু জান।

কোন কিছুই তোমার কাছে গোপন নয়। সুতরাং আমাকে উদ্ধার কর।

পুনশ্চ: সর্বদা এ ধরণের সংক্ষিপ্ত বাক্যে দুআ করতে হবে – বিষয়টি এমন নয়। মোনাজাতে মন খুলে নিজের সমস্যা সংকট বা উদ্দেশ্যের কথা বলাও কুরআন-সুন্নাহ দ্বারা প্রমাণিত।

أنَّ النَّبيَّ صلَّى اللهُ عليه وسلَّم جمَع أهلَ بيتِه فقال : ( إذا أصاب أحَدَكم غَمٌّ أو كَرْبٌ فلْيقُلِ : اللهُ اللهُ ربِّي لا أُشرِكُ به شيئًا 

আমারসংবাদ/আরএইচ