Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

নাপাক কাপড় মেশিনে ওয়াশ করার বিধান কি?

ধর্ম ডেস্ক

সেপ্টেম্বর ১১, ২০২১, ০৩:১০ পিএম


নাপাক কাপড় মেশিনে ওয়াশ করার বিধান কি?

কাপড় পাক হওয়া না হওয়ার বিষয়টি ওয়াশ করার পদ্ধতির ওপর নির্ভর করে। সাধারণত কাপড়ে থাকা ময়লা বা নাপাকি পানি দিয়ে ধুয়ে নিলে কাপড় পবিত্র হয়ে যায়।

আর অধিকাংশ ড্রাই ক্লিনারের পদ্ধতি হল মেশিনে কাপড় ও পাউডার দিয়ে ঢাকনা বন্ধ করে দেওয়া হয়। তারপর সুইচ অন করে দিলে মেশিনের ভেতর কাপড়গুলো ঘুরতে থাকে।এভাবে কাপড় ঘুরার ফলে কাপড় থেকে ময়লা বের হয়ে যায়। তারপর পানির লাইন খুলে দেওয়া হয় ফলে এক দিক দিয়ে পানি প্রবেশ করে আর অন্যদিক দিয়ে পানি বের হয়ে যায়। ড্রাই ক্লিনারের এ পদ্ধতিটি কাপড়ে পর্যাপ্ত পরিমাণ পানি প্রবাহিত করার নামান্তর।

ড্রাই ক্লিনারে কাপড় ধোয়ার পদ্ধতিটি যদি উপর্যুক্ত পদ্ধতিটির অনুরূপ হয়ে থাকে যার মাধ্যমে ময়লা পরিষ্কার হওয়ার সম্ভাবনা থাকে তাহলে কাপড় পবিত্র হয়ে যাবে।

এ ক্ষেত্রে উত্তম হল, যে যেখানে কাপড় ওয়াশ করে থাকে সেখানের ওয়াশ করার পদ্ধতি কী তা জেনে নেওয়া এবং কোন মুফতি সাহেবের কাছ থেকে মাসয়ালা জেনে নেওয়া।

আদ্দুরুল মুখতার:১/৫৪১ যাকারিয়া, আলমগিরি ১/৯৭-৯৮, আল বাহরুর রায়েক: ১/৪১১।

আমারসংবাদ/আরএইচ