Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

ওমরাহ: সিনোফার্মের টিকায় ভিসা দিচ্ছে না সৌদি আরব

ধর্ম ডেস্ক

সেপ্টেম্বর ২৬, ২০২১, ০১:৩০ পিএম


ওমরাহ: সিনোফার্মের টিকায় ভিসা দিচ্ছে না সৌদি আরব

করোনা মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর গত দেড় মাস ধরে ওমরাহ পালন করতে পারছেন সারাবিশ্বের মুসলমানরা। বর্তমানে প্রতিদিন ৭০ হাজারের বেশি মানুষ ওমরাহ করার সুযোগ পেলেও সেখানে নেই বাংলাদেশের মুসল্লিরা। হজ এজেন্সিগুলোও হাতগুটিয়ে বসে আছেন। তাদের ভাষায়- টিকায় আটকে আছে ওমরাহ যাত্রা। 

যারা ফাইজার, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা বা জনসনের দুই ডোজ টিকা গ্রহণ করেছেন তাদের জন্য অবারিত রয়েছে ওমরাহের সুযোগ। কিন্তু চীনের তৈরি সিনোফার্ম টিকা গ্রহণকারীদের জন্য দরজা বন্ধ রেখেছে সৌদি সরকার। বুস্টার ডোজ ছাড়া তাদের মক্কা-মদিনায় ঢুকতে মানা। ফলে বাংলাদেশের সিনোফার্ম টিকা গ্রহণকারীরা পড়েছেন বিপাকে। 

জটিলতা নিরসনে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের নেতৃত্বাধীন ছয় সদস্যের একটি প্রতিনিধি দল সৌদি আরব সফর করেছেন। সৌদি সরকার বলছে, কেউ যদি চীনের তৈরি সিনোফার্মের টিকার দুই ডোজ নিয়ে থাকেন, তাহলে তাদের ফাইজার, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা বা জনসনের টিকার বাড়তি বুস্টার ডোজ নিতে হবে। 

আমারসংবাদ/আরএইচ