Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

স্বামী থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ের বিধান 

ধর্ম ডেস্ক

অক্টোবর ৫, ২০২১, ০১:৫০ পিএম


স্বামী থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ের বিধান 

আজ জেনে নিন- স্বামী থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ের বিধান কী? যদি স্বামীর কাছে ফিরতে চায় অথবা ফিরিয়ে আনা হয় তাহলে করণীয় কী? 

ইসলামী শরিয়তের বিধান অনুযায়ী স্বামী থাকা অবস্থায় অন্য কারও বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া ও স্বামী আছে এমন নারীকে বিয়ে করা, উভয়ই হারাম ও নাজায়েজ। এমন কাজ থেকে বিরত থাকা সবার ওপর ফরজ। কেননা এমন করাটা শরীয়তে ব্যাভিচার বলে গণ্য হয়।  

আল্লাহতায়ালা ইরশাদ করেছেন, (তোমাদের জন্য হারাম করা হয়েছে) সকল সধবা নারী তবে যারা তোমাদের মালিকানাধীন হয়ে গেছে (তাদের কথা ভিন্ন)। (এসব বিধান) আল্লাহতায়ালা তোমাদের ওপর ফরজ করেছেন (সুরা নিসা-২৪)।

এখন কথা হলো দ্বিতীয় বিয়ের কারণে প্রথম বিয়ের সম্পর্ক হারাম হয়ে যাবে না। কেননা প্রথম বিয়েটা ছিল হালাল আর দ্বিতীয় বিয়েটা হলো হারাম। হারাম বিষয় কখনো হালাল বিষয়ের মধ্যে প্রভাব ফেলতে পারে না। 

যদি ফিরিয়ে আনা হয় অথবা ফিরে আসতে চায় এবং মহিলার দ্বিতীয় স্বামী (শাব্দিক অর্থে) প্রথম বিয়ে বিষয়ক জানা না থাকে তাহলে ইদ্দত পালন তথা তিন হায়েজ (মাসিক) শারীরিক সম্পর্ক স্থাপন করা থেকে বিরত থাকবে। আর যদি দ্বিতীয় স্বামী প্রথম বিয়ে বিষয়ক জেনেও বিয়ে করে তাহলে ইদ্দত পালন করতে হবে না।

এ ক্ষেত্রে দ্বিতীয় স্বামী (শাব্দিক অর্থে) এবং স্ত্রী উভয়ে ব্যাবিচারের শাস্তি পাবে।  ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত থাকলে এ বিধান কার্যকর হবে। বাংলাদেশের প্রচলিত আইনে প্রতারণাসহ সংশ্লিষ্ট ধারায় উভয়ে দন্ডিত হবে।

অন্যদিকে  এ সময় মহিলা গর্ভবতী হলে সন্তান বৈধ স্বামীর (১ম স্বামী) সন্তান হিসেবে মর্যাদা পাবে। 

তথ্যসূত্র: তাফসীরে ইবনে কাছীর ১/৫৮৩, তাফসীরে রুহুল মাআনি ৪/৪-৫, সুনানে বায়হাকী- ১৪২৭৭, মুসান্নাফ ইবনে আবি শায়েবাহ-১৭১৬৩, তুহফাতুল ফুকাহা ২/১১৩, বাদায়িউসসানায়ে ২/৫৪৮, ফতোয়ায়ে হিন্দিয়াহ ১/২৮০, ফতোয়ায়ে কাযীখান ১/২২১, ফতোয়ায়ে শামী ৫/১৯৭।

সম্পাদনা: মুফতি আবুল কাশেম গাজী,  তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা, ঢাকা

আমারসংবাদ/আরএইচ