Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

হালুয়াঘাটে নবান্ন উৎসব উপলক্ষে আলোচনা সভা ও সাংষ্কৃতিক সন্ধ্যা 

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি 

নভেম্বর ৩০, ২০২০, ০২:৪০ পিএম


হালুয়াঘাটে নবান্ন উৎসব উপলক্ষে আলোচনা সভা ও সাংষ্কৃতিক সন্ধ্যা 

‘নতুন ধানের চিড়া দিব, নতুন ধানের খই, নতুন ধানের ভাত রেধেছি পড়শীরা সব কই’ বাঙালির ঐতিহ্য নবান্ন উৎসবের চিরাচরিত এই সংস্কৃতিকে লালন করে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা প্রশাসন ও হালুয়াাঘাট কৃষি অফিসের আয়োজনে আলোচনা ও সাংষ্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৩০ নভেম্বর) সন্ধায় ক্ষুদ্র নৃ গোষ্ঠী সাংস্কৃতিক একাডেমীতে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহি অফিসার মো. রেজাউল করিমের সভাপতিত্বে নবান্ন উৎসবে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১ হালুয়াঘাট ও ধোবাউড়া আসনের সাংসদ জুয়েল আরেং। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, ভাইস চেয়ারম্যান সাখাওয়াত হোসেন ফকির, উপজেলা কৃষি অফিসার মো. মাসুদুর রহমান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। 

উপজেলা নির্বাহি অফিসার মো. রেজাউল করিমের নেতৃত্বে অতিথিবৃন্দের অংশগ্রহনে নবান্নের ধান কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। 

পরে আনুষ্ঠানিকভাবে নবান্নের উৎসব শুরু ও আলোচনা এবং সাংস্কৃতিক ও অতিথিবৃন্দ সকলেই পিঠা খেতে খেতে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

আমারসংবাদ/কেএস