Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

বন্দুকযুদ্ধে ইউপিডিএফ সদস্য নয়ন চাকমা নিহত

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি

ডিসেম্বর ৩, ২০২০, ০১:৪০ পিএম


বন্দুকযুদ্ধে ইউপিডিএফ সদস্য নয়ন চাকমা নিহত

রাঙ্গামাটির নানিয়ারচরের ১৯ মাইল নামক স্থানে সেনাবাহিনীর সাথে বন্দুকযুদ্ধে ইউপিডিএফ সদস্য নয়ন চাকমা ওরফে সাজেক চাকমা নিহত হয়েছে। 

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে ১৯ মাইল এলাকার বেতছড়ি ও সোনারাম কার্বারী পাড়ার মাঝামাঝি স্থানে এই ঘটনাটি ঘটে। 

পুলিশ ঘটনাস্থল থেকে স্বয়ংক্রিয় একটি ২২ রাইফেল, একটি রিভলভার, দুইটি ম্যাগজিন, ৬ রাউন্ড তাজাগুলি, একটি গুলির খোসাসহ ১৮ হাজার ৩৫০ টাকা ও তিনটি মোবাইলফোন উদ্ধার করেছে।

নয়ন চাকমা ওরফে সাজেক চাকমার বাড়ি নানিয়ারচর উপজেলার সাবেক্ষ্যং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের অধীন বাজে ছড়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম কান্দারা চাকমা।

নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির হোসেন জানান, রাঙ্গামাটির নানিয়ারচর ১৯ মাইল এলাকায় প্রতিদিনের ন্যায় সেনাবাহিনীর টহল দিচ্ছিলো। এ সময় সেনা টহলের উপর সন্ত্রাসীরা আর্তকিত গুলি বর্ষণ করলে তারাও পাল্টা গুলিবর্ষণ করে। এ সময় ইউপিডিএফ সদস্য নয়ন চাকমা ওরফে সাজেক চাকমা (৩২) নিহত হয়।

এই ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে আইন-শৃঙ্ঘলাবাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।

আমারসংবাদ/কেএস