Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

জানুয়ারি ২, ২০২১, ১২:১৫ পিএম


হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু

হিলি স্থলবন্দর দিয়ে টানা সাড়ে ৩ মাস বন্ধের পর ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। 

শনিবার (২ জানুয়ারি) বিকেল ৪টায় ১৯ মে. টন পেঁয়াজ বোঝাই একটি ভারতীয় ট্রাক প্রবেশের মধ্য দিয়ে পেঁয়াজ আমদানি কার্যক্রম শুরু হয়।

ভারত সরকার গত ১৪ সেপ্টেম্বর কোন পূর্ব ঘোষণা ছাড়া অভ্যন্তরীণ সংকট ও মূল্যবৃদ্ধির কারণ দেখিয়ে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। 

টানা সাড়ে তিন মাস পর ভারত সরকারের বানিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বৈদেশিক বানিজ্য শাখার মহাপরিচালক অমিত ইয়াদব স্বাক্ষরিত একটি নোটিফিকেশনের মাধ্যমে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর শনিবার বিকেল থেকে পূণরায় পেঁয়াজ আমদানির কার্যক্রম শুরু হয়েছে।

পেঁয়াজ আমদানি কারক, মাহফুজার রহমান বাবু বলেন, পেঁয়াজের আমদানি স্বাভাবিক হলে বাজার মুল্য অনেক কমে আসবে।

আমারসংবাদ/এআই