Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

কেশবপুরে সরকারি রাস্তা কেটে ঘেরের পানি নিষ্কাশন

কেশবপুর প্রতিনিধি (যশোর)

জানুয়ারি ৭, ২০২১, ০৮:৩৫ এএম


কেশবপুরে সরকারি রাস্তা কেটে ঘেরের পানি নিষ্কাশন

যশোরের কেশবপুরে ঘেরের পানি নিষ্কাশনের জন্য সরকারি রাস্তা কেটে পানি নিষ্কাশন করার ঘটনা ঘটেছে। খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে পৌছে রাস্তাটি মেরামতের উদ্যোগ নিয়েছে। 

জানা গেছে, কেশবপুর উপজেলার ৭ নম্বর পাঁজিয়া ইউনিয়নের গড়ভাঙ্গার পদ্ম বিলের ঘের মালিক মিনার রহমান পদ্মবিল সংলগ্ন গড়ভাঙ্গা বাটভিলা সড়কের সরকারি রাস্তা কেটে পানি সরানোর কাজ শুরু করে। 

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার ( ভূমি) ইরুফা সুলতানা তাৎক্ষণিক বিষয়টি তদন্তের জন্য পাঁজিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল খালেককে ঘটনাস্থালে পাঠান। 

কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন এর নির্দেশনা অনুযায়ী কাটা রাস্তাাটি পুনরায় বেঁধে দেয়ার ব্যবস্থা করা হয়। 

পাঁজিয়া ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল খালেক জানান, উর্দ্ধতন কর্তপক্ষের নির্দেশ পেয়ে ঘটনাস্থালে পৌছে পানি নিষ্কাশনের কাজ বন্ধ করে দেওয়া হয়। 

সাথে সাথে সরকারি কাটা রাস্তা মেরামতের ব্যবস্থা করা হলেও ঘের মালিক সরকারি রাস্তা কাটার ঘটনায় কোন আইনি ব্যবস্থা গ্রহন না করায় জনমনে ক্ষভের সৃষ্টি হয়েছে।


আমার সংবাদ/এমএ