Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

গভীর রাতে জুয়া খেলার আয়োজন: ৯ পুলিশ বরখাস্ত

রাজশাহী প্রতিনিধি

জানুয়ারি ৮, ২০২১, ০৬:৪৫ এএম


গভীর রাতে জুয়া খেলার আয়োজন: ৯ পুলিশ বরখাস্ত

রাজশাহীতে গভীর রাতে আবাসিক হোটেলে জুয়া খেলার আয়োজন করায়  ৯ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিকের নির্দেশে তাদের বরখাস্ত করা হয়। 
 
রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসের সামনে অবস্থিত একটি আবাসিক হোটেলে বুধবার গভীর রাতে জুয়া খেলার আয়োজন করেছিলো ৯ জন পুলিশ সদস্য। এসময়ে বোয়ালিয়া থানা পুলিশ খবর পেয়ে তাদের আটক করে। 

পরে জানা যায়, তাদের সবাই পুলিশ সদস্য। এঘটনায় তাদের সবাইকে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জুয়া খেলায় অংশ নিয়ে বরখাস্ত পুলিশ সদস্যরা হলেন- হাবিলদার বারেক, হাবিলদার মিজান, কনস্টেবল আফজাল, সালাম, ফরহাদ, শাহেদ, খগেন, রফিক ও করিম। এদের মধ্য ছয় জন নগর পুলিশের সদস্য। অপর তিনজন জেলা পুলিশের সদস্য।

এছাড়াও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে বোয়ালিয়া থানার এএসআই বকুল হোসেন এবং কাশিয়াডাঙ্গা পুলিশ বক্সের টিএসআই মনিরকে বরখাস্ত করা হয়েছে।

নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমেক জানান, জুয়া খেলার খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। পরে আটককৃত সবাই পুলিশ সদস্য জানা যায়। তারা সেখানে খাওয়া দাওয়া ও তাস খেলার আয়োজন করেছিলো।

আমারসংবাদ/এআই