Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

জমে উঠেছে মনোহরদীর পৌর নির্বাচন: প্রচার প্রচারণায় এগিয়ে আ.লীগ

মোঃ ইমাম হোসেন রিপন, মনোহরদী (নরসিংদী)

জানুয়ারি ১২, ২০২১, ০২:৪৫ পিএম


জমে উঠেছে মনোহরদীর পৌর নির্বাচন: প্রচার প্রচারণায় এগিয়ে আ.লীগ

২০০২ সালে প্রতিষ্ঠিত ৬.৬৬ বর্গ কিঃ মিঃ আয়তনের মনোহরদী পৌরসভা। দ্বিতীয় ধাপের নির্বাচনে আগামী ১৬ জানুয়ারি মনোহরদী পৌরসভার নির্বাচনে ১৩ হাজার ৭৯৮ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। 

এবারেই প্রথম ইভিএম এর মাধ্যমে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে পৌর মেয়র নির্বাচন করবেন। দুই রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীসহ মোট ৪ জন প্রার্থী মেয়ার পদে প্রতিদ্বন্দিতা করছেন। পৌরবাসির মনে প্রশ্ন ইভিএম ভোটের মাধ্যমে কে হবেন মনোহরদী পৌরসভার মেয়র। 

নির্বাচনে সহকারী রিটানিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, মনোহরদী পৌরসভার মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৭৯৮ এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৬৫৮০ জন ও নারী ভোটারের সংখ্যা ৭২১৮ জন। নির্বাচনে মোট ৯টি ভোট কেন্দ্রে ৪০টি বুথ এর মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। 

এবারের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদে লড়ছেন বর্তমান মেয়র উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুর রশিদ সুজন (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ মাহমুদুল হক (ধানের শীষ), বাংলাদেশ ইসলামি শাসনতন্ত্র আন্দোলন থেকে আঃ মান্নান (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী ইমরান আহমেদ (মোবাইল ফোন) প্রতীক নিয়ে ভোট যুদ্ধে অবর্তীণ হয়েছেন।  এছাড়া ৯টি ওয়ার্ডে মোট ৩০ জন কাউন্সিলর প্রার্থীসহ আরো ৩টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। 

মনোহরদী পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রার্থীদের ছবি এবং প্রতীক সংবলিত পোষ্টারে এলাকা ছেয়ে গেছে। প্রার্থীরা দিচ্ছেন ভোটারদের নানান রকমের প্রতিশ্রুতি। 

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আমিনুর রশিদ সুজনের নৌকা প্রতিকের পক্ষে ইতিমধ্যেই নরসিংদী জেলা আওয়ামীলীগ ও কেন্দ্রীয় যুবলীগের একটি টিম নৌকায় ভোট প্রার্থনা করে গিয়েছেন এবং আরো কেন্দ্রীয় নেত্রীবৃৃন্দ নৌকার প্রচারণায় অংশ গ্রহন করবে বলে উপজেলা আওয়ামীলীগ কার্যালয় সূত্রে জানা গেছে। তাছাড়াও নৌকা প্রার্থীর পক্ষে প্রতিদিনই পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে চলছে উঠান বৈঠক। 

এদিক দিয়ে পিছিয়ে বিএনপি সমর্থীত মেয়র প্রার্থী মাহমুদুল হক। বিএনপির দলীয় কোন্দলের কারণে প্রকাশ্যে দেখা যাচ্ছে না কোনো দলীয় নেতৃবৃন্দকে। আসন্ন পৌর নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ ভোটাররা ভাবছেন উন্নয়নের কথা। 

এ বিষয়ে ৪-নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ বোরহান উদ্দিন বলেন, পৌরসভার উন্নয়নে যিনি গরিব দুখী মানুষের পাশে থাকবে মেয়র নির্বাচিত হওয়ার পর যিনি দলীয় দৃষ্টিভঙ্গি না দেখিয়ে পৌরসভার সবাইকে নিজের পরিবারের সদস্য মনে করবে আমরা তাকেই নির্বাচিত করবো। 

আওয়ামীগ মনোনীত মেয়র প্রার্থী আমিনূর রশিদ সুজন দৈনিক আমার সংবাদকে বলেন, বিগত ৫ বছর মেয়র থাকা অবস্থায় আমি আমার মেধা, শ্রম ও সততার মাধ্যমে পৌরসভাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, হাট বাজারের সার্বিক উন্নয়ন, পৌর এলাকায় সড়ক বাতি, পানি সরবরাহ, রাস্তা ঘাটের উন্নয়ন ও ড্রেন নির্র্মাণসহ নির্বাচন কালীন সকল ওয়াদা পূরণ করেছি। আমি শতভাগ আশাবাদী পৌরবাসি আবারো আমাকে উন্নয়নের স্বার্থে বিজয়ী করবে। 

বিএনপি প্রার্থী মোঃ মাহমুদুল হক বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে ধানের শীষের বিজয় নিশ্চিত। 

ঠিক একই কথা বলেন, বাংলাদেশ ইসলামিক শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী আলহাজ্ব আঃ মান্নান ও স্বতন্ত্র প্রার্থী ইমরান আহমেদ।  

আমারসংবাদ/এআই