Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

মির্জাগঞ্জে ব্রীজ ভেঙে মাদ্রাসার সুপার নিহত

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

জানুয়ারি ১৬, ২০২১, ১১:১৫ এএম


মির্জাগঞ্জে ব্রীজ ভেঙে মাদ্রাসার সুপার নিহত

পটুয়াখালীর মির্জাগঞ্জের মহিষকাটা বাজার সংলগ্ন মহিষকাটা-কলাগাছিয়া গ্রামের সংযোগ ব্রীজটি ২টি যাত্রীবাহী অটোগাড়ী সহ শ্রীমন্ত নদীতে ভেঙ্গে পড়ে এক মাদ্রাসার সুপার নিহত হয়েছেন। এ ঘটনায় চারজন আহত হয়েছেন। 

শুক্রবার ( ১৫ জানুয়ারি) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, ঐ দিন রাত ৮টার দিকে ব্যাটারীচালিত ২টি যাত্রীবাহী অটো গাড়ীসহ ১৫-২০জন পথচারী নিয়ে বিকট শব্দে ব্রীজটি ভেঙ্গে পড়ে। এসময় লোকজনের ডাক-চিৎকারে স্থানীয়দের সহায়তায় নদীতে থাকা লোকজন সাঁতরে তীরে উঠতে পারলেও স্থানীয় কলাগাছিয়া আছমতিয়া এন্তাজিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ আইউব আলী নিখোঁজ হন। 

দুর্ঘটনার সংবাদ পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও থানা পুলিশের লোকজন ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ মাদ্রাসা সুপারকে উদ্ধারের চেষ্টা করে কোন সন্ধান পায়নি। দুর্ঘটনার পৌঁনে দুই ঘন্টা পরে বিধ্বস্ত ব্রীজের পূর্ব প্রান্তের দেড়শ’ গজ দক্ষিণ পার্শ্বে মাওলানা আইউব আলীর মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

দুর্ঘটনায় ঐ মাদ্রাসার সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ দেলোয়ার হোসেন, শিক্ষক মাওলানা মোঃ সুলতান,অফিস সহকারী মোঃ শাহজাদা রনি ও মোঃ মিরাজ আহত হন। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে নিজ নিজ বাড়ীতে পৌঁছে দেন স্থানীয়রা। 

ঐ দিন রাতেই নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া স্বজনদের নিকট লাশ হস্তান্তর করে মির্জাগঞ্জ থানা পুলিশ। 

শনিবার (১৬ জানুয়ারি) সকাল ৯টায় উপজেলার সুবিদখালী দারুসসুন্নাত মাদ্রাসা প্রাঙ্গণে জানাযার নামাজ শেষে গ্রামের বাড়ী পার্শ্ববর্তী দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের নলদোয়ানি গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নিহত মাওলানা মোঃ আইউব আলী কলাগাছিয়া আছমতিয়া এন্তাজিয়া দাখিল মাদ্রাসার সুপার ও পার্শ্ববর্তী দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের নলদোয়ানি গ্রামের হাকিম আলী মৃধার পুত্র।

আমারসংবাদ/এআই