Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

নাগেশ্বরী পৌরসভায় আ’লীগের বিদ্রোহী প্রার্থী ফাকু বেসরকারিভাবে জয়ী

জানুয়ারি ১৬, ২০২১, ০৪:৩০ পিএম


নাগেশ্বরী পৌরসভায় আ’লীগের বিদ্রোহী প্রার্থী ফাকু বেসরকারিভাবে জয়ী

দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনে কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ হোসেন ফাকু নারিকেল গাছ প্রতীকে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১১ হাজার ৯৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী আব্দুর রহমান মিয়ার লাঙ্গল প্রতীক পেয়েছেন ৯ হাজার ৩০৭ ভোট। 

এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. রফিকুল ইসলামের হাতপাখা প্রতীক পেয়েছেন ৬ হাজার ৮৭১ ভোট, আ’লীগ প্রার্থী ফরহাদ হোসেন ধলু সওদাগরের নৌকা প্রতীক পেয়েছেন ৫ হাজার ৭২৬ এবং বিএনপির ধানের শীষ প্রতীকের শহিদুল ইসলাম পেয়েছেন ৮০৯ ভোট। 

এ পৌরসভায় নয়টি ওয়ার্ডে কেন্দ্রের সংখ্যা ২২টি, ভোট গ্রহণের কক্ষের সংখ্যা ১৪৬টি। 

এছাড়া এ পৌরসভায় মেয়র পদে ৫ জন, কাউন্সিলর পদে ৪৩ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। মোট ভোটার সংখ্যা ছিলো ৪৬ হাজার ৮৫৮ জন। 

এদিকে আজ শনিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। আজ তীব্র শৈত্যপ্রবাহ আর ঘন কুয়াশা থাকলেও ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। বেলা বাড়ার সাথে সাথে আরও বাড়তে থাকে ভোটারদের উপস্থিতি। 

এছাড়া বেশ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় আজকের ভোটগ্রহণ। তবে কোথাও কোনো অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ভোট গ্রহণে নিযুক্ত ছিলেন ২২ জন প্রিজাইডিং অফিসার ১৪৬ জন সহকারী প্রিজাইডিং অফিসার, ২৯২ জন পোলিং অফিসার। 

এছাড়া নিরাপত্তার দায়িত্বে ছিলেন ১৯১ জন পুলিশ সদস্য, ১৯১ জন আনসার সদস্য, পুলিশের ৮টি মোবাইল টিম, বিজিবি ২ প্লাটুন, র‌্যাব ২ টিম, স্টাইকিং ফোর্স ৩ টিম, পুলিশের রিজার্ভ ১ টিম। ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন।

আমারসংবাদ/জেডআই