Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

বাউফলে অবৈধ যানবাহনের দৌরাত্ম্য, অনিরাপদ সড়ক

জানুয়ারি ১৭, ২০২১, ১১:৫৫ এএম


বাউফলে অবৈধ যানবাহনের দৌরাত্ম্য, অনিরাপদ সড়ক

পটুয়াখালীর বাউফলে সড়কে দাবড়ে চলছে ছয় চাকার অবৈধ ট্রলি সহ অনেক অবৈধ যানবাহন। স্থানীয় ভাষায় একে সড়কের দানব বলা হয়। এই ট্রলির ইঞ্জিন চাষাবাদের কাজে ব্যবহারের কথা থাকলেও এর ইঞ্জিনে বডি লাগিয়ে ইট, বালু ও মাটিসহ নানা কাজে ব্যবহার করছে। আর বেপরোয়া গতিতে এসব যানবাহন চলাচলের কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। অকালে ঝরে যাচ্ছে তরতাজা প্রাণ। এ ছাড়াও এই ট্রলির কারণে হচ্ছে শব্দ দূষনও।

এ ছাড়াও ট্রলির বিশাল আকৃতির চাকায় সড়কের ব্যাপক ক্ষতি হচ্ছে। বিটুমিন, ইট, বালু ও সুরকি উঠে গিয়ে সড়ক অল্প সময়েই খানাখন্দে পরিণত হচ্ছে। এই অবৈধ ট্রলির বেপরোয়া চলাচলের কারণে পথচারীরা সার্বক্ষনিক আতঙ্ককের মধ্যে থাকেন।

জানা গেছে, এ উপজেলায় কয়েক শত অবৈধ ট্রলি রয়েছে। শব্দ দূষন ও বেপরোয়া চলাচলের কারণে সরকার ২০১০ সালে সড়কে ট্রলি চলাচল নিষিদ্ধ করলেও এই নির্দেশ মানাছে না ট্রলি মালিকরা।

এ ব্যাপারে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন জানান, এসব অবৈধ ট্রলির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আমারসংবাদ/এমএ