Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

জন্মভূমির সম্পাদক বালু হত্যায় ৫ আসামির যাবজ্জীবন

খুলনা প্রতিনিধি

জানুয়ারি ১৮, ২০২১, ০৯:০৫ এএম


জন্মভূমির সম্পাদক বালু হত্যায় ৫ আসামির যাবজ্জীবন

একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও খুলনা থেকে প্রকাশিত দৈনিক জন্মভূমি সম্পাদক হুমায়ুন কবীর বালু হত্যার ঘটনায় পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। 

এছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রায় ঘোষণার সময় তিন আসামি আদালতে উপস্থিত ছিল। আসামি জাহাঙ্গীর পলাতক রয়েছে।

সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে খুলনা বিভাগীয় জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুজ্জামান হিরো এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলো- জাহিদ ওরফে সবুজ, নজু ওরফে রিপন, রিমন ও মাসুম ওরফে জাহাঙ্গীর। 

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন বিশেষ সরকারি কৌঁসুলি স্পেশাল ( পিপি) অ্যাডভোকেট আরিফ মাহমুদ লিটন।

আদালত সূত্রে জানা যায়, ২০০৪ সালের ২৭ জুন হুমায়ূন কবীর বালু নিজ কর্মস্থল দৈনিক জন্মভূমির প্রধান ফটকে সন্ত্রাসীদের বোমা হামলায় নিহত হয়েছিলেন। এ ঘটনায় পুলিশ পৃথক দুইটি মামলা দায়ের করে।

২০০৮ সালের ১৩ ফেব্রুয়ারি দ্রুত বিচার ট্রাইব্যুনালের তৎকালীন বিচারক মোহাম্মদ আব্দুস সালাম শিকদার সাংবাদিক বালু হত্যা মামলার রায়ে সব আসামিকে বেকসুর খালাস দেন।

অন্যদিকে ২০০৯ সালের ১৫ এপ্রিল রাষ্ট্রপক্ষে আইনজীবী এনামুল হক বিস্ফোরক মামলাটি অধিকতর তদন্তের আবেদনের পরিপ্রেক্ষিতে ওই বছরের ১০ মে আদালত মামলাটি অধিকতর তদন্তে সিআইডিতে পাঠানোর নির্দেশ দেন।

এ মামলায় সাতজন তদন্ত কর্মকর্তা পরিবর্তন হয়েছেন। সর্বশেষ মামলাটি তদন্ত করেন সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহাদাৎ হোসেন।

আজকের রায়ে অসন্তোষ প্রকাশ করে বালু ছোট ভাই ও খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, এ রায়ে আমরা সন্তুষ্ট নই। আমরা আশা করেছিলাম সর্বোচ্চ শাস্তি হবে। এ রায়ে হত্যার মাস্টারমাইন্ড ও অর্থ যোগানদাতাদের নাম-পরিচয় আসেনি। এছাড়া আমরা হত্যা মামলার পুনরতদন্ত দাবি করছি।

আমারসংবাদ/এআই