Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

রাণীনগরে ঘর ভেঙে জায়গা দখল

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

জানুয়ারি ১৮, ২০২১, ১০:৩৫ এএম


রাণীনগরে ঘর ভেঙে জায়গা দখল

নওগাঁর রাণীনগরে অর্ধশত বছর ধরে দখলে থাকা খাস জায়গায় নির্মিত ঘর ভেঙে দখলে নেয়ার অভিযোগ ওঠেছে শুকবর নামে এক ব্যক্তির  বিরুদ্ধে। এ ঘটনায় রাণীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার শিয়ালা গ্রামে।

অভিযোগকারী একডালা ইউনিয়নের শিয়ালা গ্রামের সখিন উদ্দীনের স্ত্রী পারুল বিবি বলেন, শিয়ালা মৌজায় ৮৮৬ দাগে ৫৫ শতক খাস জায়গা রয়েছে। ওই স্থানে গোয়াল ঘর নির্মাণ করে মাত্র ৫ শতক জায়গা ৫০/৬০ বছর ধরে ভোগ দখল করে আসছেন। এরই মধ্যে একই গ্রামের মৃত তছির উদ্দীনের ছেলে শুকবর সরদার ৫৫ শতকের মধ্যে ২৫ শতক জায়গা সরকারের কাছ থেকে পত্তন নিয়েছে দাবি করে বৃহত জায়গা পড়ে থাকলেও তাকে উচ্ছেদ করতে নানা রকম কৌশল করে শুকবর হোসেন। এক পর্যায়ে গত ১২ জানুয়ারি প্রকাশ্য দিবালোকে জোরপূর্বক ঘর ভেঙে দিয়ে জায়গা দখলে নিয়েছে। 

তিনি আরও অভিযোগ করে বলেন, ওই জায়গা দখলে নিতে এলাকার লোকজন নিয়ে কয়েক দফা বৈঠকও করেছে শুকবর। সর্ব শেষ গত ২৯ ডিসেম্বর এক বৈঠকে ওই জায়গার একপার্শ্বে আমাকে ঘর নির্মাণ করে দিয়ে ওই ঘর ভাঙার কথা হয়। কিন্তু শুকবর হোসেন ও তার লোকজন আমাকে ঘর নির্মাণ করে না দিয়ে  জোরপূর্বক আমার গোয়াল ঘর ভেঙে দিয়ে লোহার তারকাঁটার বেড়া দিয়ে দখলে নিয়েছে। এতে তার প্রায় ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় সুষ্ঠু বিচার চেয়ে রোববার রাণীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

শুকবর হোসেন বলেন, প্রায় ৩৭ বছর আগে ৫৫ শতকের মধ্যে ২৫শতক জায়গা সরকারের নিকট থেকে পত্তন নিয়েছি। স্থানীয় লোকজন যেভাবে আমাকে আপোষ করে দিয়েছে আমি সেভাবেই ওই মহিলাকে অন্যত্র ঘর তৈরি করে দিতে চেয়েছি। এর পরেও ওই মহিলা নেয়নি। ওই জায়গা নিয়ে আমি অনেক চাপের মধ্যে এবং নিরাপত্তাহীনতায় ভূগছি। ঘর ভেঙে দিলে অন্তত: পুলিশ আমাকে ধরে নিয়ে গেলে কিছুটা নিরাপদে থাকতে পারব এবং এর যেন সুষ্ঠু সমাধান হয় এমনটা ভেবেই ঘর ভেঙে দিয়েছি।   

রাণীনগর থানার ওসি মো: শাহিন আকন্দ বলেন, ঘর ভাঙার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।

আমারসংবাদ/কেএস