Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

জনগণের মুখোমুখি কলারোয়ার ৫ মেয়র প্রার্থী

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

জানুয়ারি ১৮, ২০২১, ১০:৪৫ এএম


জনগণের মুখোমুখি কলারোয়ার ৫ মেয়র প্রার্থী

সুশাসনের জন্য নাগরিক ‘সুজন’ কলারোয়া শাখার আয়োজনে আসন্ন কলারোয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দী ৫ জন প্রার্থীকে নিয়ে জনগণের মুখোমুখি নামক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোমবার (১৮ জানুয়ারি) বেলা ১১টায় কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের মুক্ত মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজন কলারোয়া শাখার সভাপতি অধ্যক্ষ (অবঃ) আবু নসর।

প্রতিদ্বন্দী ৫ মেয়র পদপ্রার্থী এক মঞ্চে হাজির হয়ে একে একে তুলে ধরেন তাদের উন্নয়ন পরিকল্পনার কথা। নির্বাচিত হলে তারা নাগরিক সুবিধা বৃদ্ধি, সুপেয় পানি সরবরাহ, ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ, শিশু পার্ক, রাস্তা-ঘাট, খেলাধুলা, সাংস্কৃতিক উন্নয়ন, বিদ্যুৎ সমস্যার সমাধান, মাদক, সন্ত্রাস, বাল্য বিবাহ প্রতিরোধসহ নানা বিষয়ে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। 

সুজন এর খুলনা আঞ্চলিক সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জুর আহ্বানে সকল মেয়র প্রার্থী নির্বাচনী অঙ্গীকার নামায় স্বাক্ষর করেন এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন পৌরবাসীকে উপহার দিতে অঙ্গীকারবদ্ধ হন। বিশেষভাবে নির্বাচনে বিতর্ক এড়াতে ভোট গ্রহণের দিন সকালে প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপার পাঠানোর দাবিকে সকল প্রার্থী একযোগে সমর্থন জানান এবং এ ব্যাপারে পদক্ষেপ নিতে কলারোয়া উপজেলা নির্বাচন অফিসার ও জেলা রিটার্নিং কর্মকর্তার প্রতি অনুরোধ জানান।

অনুষ্ঠানে আ.লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মনিরুজ্জামান বুলবুল, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ শরিফুজ্জামান তুহিন, মোবাইল ফোন প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, বিগত দুই বারের নির্বাচিত মেয়র (বরখাস্ত) নারিকেল গাছ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গাজী মোঃ আক্তারুল ইসলাম ও তার সহধর্মীনি জগ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নার্গিস সুলতানা বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শেষ পর্বে মেয়র প্রার্থীরা ভোটারদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

এ সময় উপস্থিত ছিলেন- কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীর, সুজন এর সাতক্ষীরা জেলা সাধারণ সম্পাদক প্রভাষক শেখ হেদায়েতুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এবিএম সেলিম, প্রচার সম্পাদক এ্যাড. সাকিবুর রহমান, সদস্য আবু সালেহ, আবু সাঈদ; সুজন কলারোয়া শাখার সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, প্রফেসর আবু বক্কর সিদ্দিক, আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, অধ্যাপক রফিকুল ইসলাম; ক,পা,ই সভাপতি শেখ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাড. শেখ কামাল রেজা, সুজন কালিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু সহ পৌরসভার নয়টি ওয়ার্ডের ভোটাররা ও সাংবাদিবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন শেখ শাহাজান আলী শাহিন ও সাংবাদিক দীপক শেঠ। 

আমারসংবাদ/কেএস