Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ৯০০ মিটার পাইপ ধ্বংস

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

জানুয়ারি ১৮, ২০২১, ১১:০৫ এএম


যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ৯০০ মিটার পাইপ ধ্বংস

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বাংলা ড্রেজারসহ প্রায় ৯'শ মিটার পাইপ ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (১৮ জানুয়ারি) বিকালে অভিযান চালিয়ে ড্রেজার ও পাইপ ধ্বংস করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসলাম হোসাইন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসলাম হোসাইন জানান, গোবিন্দাসী ইউনিয়নের এক শ্রেণির অসাধু বালু ব্যবসায়ী প্রশাসনের চোঁখ ফাঁকি দিয়ে গোপনে যমুনা নদী থেকে বাংলা ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছিলো। 

আজ বিকেলে অভিযান চালিয়ে একটি বাংলা ড্রেজার ধ্বংস করা হয় এবং পাইপ গুড়িয়ে দেয়া হয়। ড্রেজার মালিক না থাকায় জরিমানা করা যায়নি। 

এ বিষয়ে প্রশাসন তৎপর রয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আমারসংবাদ/এআই