Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪,

ঘন কুয়াশা আর তীব্র শীতে বিপর্যস্ত কাজিপুর

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

জানুয়ারি ১৯, ২০২১, ০৭:০৫ এএম


ঘন কুয়াশা আর তীব্র শীতে বিপর্যস্ত কাজিপুর

সিরাজগঞ্জের কাজিপুরের বিস্তীর্ণ চরাঞ্চলসহ বিড়া এলাকার মানুষ মাঘের তীব্র শীতে জুবুথুবু হয়ে পড়েছে। মঙ্গলবারেও (১৯ জানুয়ারি) ঘন কুয়াশায় দেখা মেলেনি সূর্যের। সকাল সাড়ে দশটায়ও সড়কে হেডলাইট জ্বালিয়ে যান চলাচল দেখা গেছে। তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে স্বাভাবিক জীবন যাত্রা ব্যহত হচ্ছে।

ঘন কুয়াশা, কনকনে ঠাণ্ডা আর মৃদু বাতাসে জমিতে ধানের চারা রোপনেও বিপাকে পড়েছেন কৃষকেরা। এদিকে যমুনা নদীর চারটি ঘাটে পারাপারে দেখা দিয়েছে চরম সমস্যা। বেলা বারোটার আগে ঘন কুয়াশার কারণে নৌকা দিক নির্ণয় করে চলতে অসুবিধা হয় বলে অনেক মাঝিই নৌকায় যাত্রী তোলেন না। ফলে উপজেলা সদরে এসে অফিস আদালত করতে চরবাসীর চরম সমস্যায় পড়তে হচ্ছে বলে জানান নাটুয়ারপাড়া ইউনিয়ন থেকে আসা আ.লীগ নেতা আব্দুর রহিম।

চালিতাডাঙ্গা গ্রামের কৃষক শুকুর বলেন, সকালে ক্ষেতে ধানের চারা লাগাতে গেছিলাম। খুব ঠাণ্ডা বাতাস, কাপতে কাপতে থুইয়া আছি।

পিক আপ চালক আলম জানান, রংপুর থেকে কাজিপুরে আসার সময় কুয়াশায় রাস্তা ঠিকভাবে দেখতে পারছিলাম না। গাড়ি থামিয়ে গাড়ির ভিতরেই ঘুমিয়েছিলাম। 

ইজি বাইক চালক সবুজ বলেন, প্রতিদিন ভোরে গাড়ি নিয়ে বের হই। ঘন কুয়াশার জন্য যাত্রির অপেক্ষায় এখনো বসে আছি।

মেডিসিন বিশেষজ্ঞ ডঃ মোঃ ফারুক হোসেন জানান, এই শীতে শিশু ও বৃদ্ধদের খুবই যত্ন নিতে হবে। তারা সবচেয়ে বেশি ঝুকিপূর্ণ। তাদেরকে বাইরে না বের হওয়াই ভালো।

আমারসংবাদ/কেএস