Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪,

বেদে সম্প্রদায়কে স্বাবলম্বী করতে কাজ করছে সরকার: ডিআইজি হাবিবুর

মুন্সীগঞ্জ প্রতিনিধি

জানুয়ারি ২০, ২০২১, ০৩:১৫ পিএম


বেদে সম্প্রদায়কে স্বাবলম্বী করতে কাজ করছে সরকার: ডিআইজি হাবিবুর

বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মো: হাবিবুর রহমান বলেছেন, পিছিয়ে নেই বেদে সম্প্রদায়। তারা দিনে দিনে দেশের বিভিন্ন স্থানে তাদের আত্মমর্যাদা বৃদ্ধি করেছে। তারা এখন পড়াশুনার পাশাপাশি দেশ গড়ার বিভিন্ন কাজে অংশ নিচ্ছে। তাই বেদে সম্প্রদায়কে স্বাবলম্বী করার লক্ষে বর্তমান সরকার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এছাড়া বাংলাদেশ পুলিশ সব সময় এই সম্প্রদায়ের প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। 

বুধবার (২০ জানুয়ারি) বিকালে মুন্সীগঞ্জের মিরকাদিমে বেদে পরিবারের মাঝে কম্বল বিতরণ কালে এসব কথা বলেন তিনি। এসময় উত্তরণ ফাউন্ডেশন ও জেলা পুলিশের উদ্যোগে বেদেপাল্লির শতাধিক অসহায় শীর্তাত পরিবারের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। 

জেলার পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম বার এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন নৌ পুলিশের এসপি মিনা মাহমুদ (পিবিআই), এসপি মো: আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহফুজ আফজাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খন্দকার আশফাক উজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মো: আদিব হোসেন, আর্টিসান আউটফিটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলী আহাম্মেদ রাসেল, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবু বাক্কার সিদ্দিক, জেলা গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশের (ওসি) মো: মোজাম্মেল হক মামুন, মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো: আবুবক্কর সিদ্দিক, লৌহজং থানার ওসি মো: আলমগীর হোসেন, শ্রীনগর থানার ওসি মো: হেদায়েতুল ইসলাম, টঙ্গিবাড়ি থানার ওসি মো: হারুন অর রশীদ, সিরাজদিখান থানার ওসি, গজারিয়া থানার ওসি, মিরকাদিম পৌর কাউন্সিলর মো: হারুন অর রশিদসহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।

আমারসংবাদ/এমএ