Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

মুজিববর্ষের ঘোষণা ভূমিহীন ও গৃহহীন থাকবে না 

হবিগঞ্জ প্রতিনিধি

জানুয়ারি ২১, ২০২১, ০৩:২৫ পিএম


মুজিববর্ষের ঘোষণা ভূমিহীন ও গৃহহীন থাকবে না 

মুজিববর্ষের ঘোষণা ভূমিহীন ও গৃহহীন থাকবে না। এই ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশে ২৩ জানুয়ারি সকাল সাড়ে ১০ টায় একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২০২০-২০১২১ অর্থ বছরে ৬৬১৮১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের নিকট ঘর হস্তান্তরের শুভ উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

এর আওতায় হবিগঞ্জ জেলার ৯টি উপজেলায় ৭৮৭ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাবে মাথা গোঁজার ঠাঁই। প্রধানমন্ত্রীর ঘোষণা, দুই শতাংশ খাস জমির বন্দোবস্ত প্রদান করে ভূমিহীন ও গৃহহীনদের পূর্নবাসন করা হবে। 

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সভা কক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান এসব জানান। 

এসময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এবং ভূমিহীন ও গৃহহীন সমন্বয় কমিটির সদস্য শহীদ উদ্দিন চৌধুরী ও কর্মকর্তাগন। 

আমারসংবাদ/এমএ