সখীপুরে খাস জমির মাটি কাটায় জরিমানা

টাঙ্গাইলের সখীপুরে খাস জমি থেকে মাটি কাটার অপরাধে দুই ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলার কাকড়াজান ইউনিয়নের গড়বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় শরাফত আলী নামে এক ব্যক্তিকে ৫০ হাজার ও শাহ আলম মিয়াকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
আদালত সূত্রে জানা যায়, সরকারি ১ নম্বর খাস খতিয়ানের গড়বাড়ি মৌজায় অবৈধভাবে ভ্যাকু মেশিন দিয়ে মাটি কাটছিলো তারা। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শরাফত আলীকে ও শাহ আলম মিয়াকে জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা বলেন, বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ সালের বিধি মোতাবেক ভ্রাম্যমাণ আদালতে দুইজনকে জরিমানা করা হয়েছে।
আমারসংবাদ/এমএ