Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

গৌরীপুরে ভূমিহীনদের মাঝে ১০২টি ঘরের কাগজপত্র প্রদান

গৌরীপুর প্রতিনিধি

জানুয়ারি ২৩, ২০২১, ০৮:৩৫ এএম


গৌরীপুরে ভূমিহীনদের মাঝে ১০২টি ঘরের কাগজপত্র প্রদান

মুজিব বর্ষের অঙ্গিকার দশে থাকবে না কোন ভূমিহীন পরিবার"। এই স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে সেমিপাকা বাড়ি প্রদান করেন। 

শনিবার (২৩ জানুয়ারি) প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে সরকারিভাবে নির্মিত এসব ঘর হস্তান্তরের উদ্বোধন করেন। 

এ উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর পাবলিক হলে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি মহোদয় গৌরীপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভূমিহীনদের মাঝে ১০২ টি ঘরের কাগজপত্র তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার হাসান মারু, সহকারী কমিশনার (ভূমি) আবিদুর রহমান, অফিসার ইনচার্জ গৌরীপুর থানা বোরহান উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপকার ভোগী ও সাংবাদিকবৃন্দ।  

আমারসংবাদ/এআই