Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

গোলাপগঞ্জে পাকা ঘরে উঠলেন ৭৭টি গৃহহীন পরিবার

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি

জানুয়ারি ২৩, ২০২১, ০৯:৫৫ এএম


গোলাপগঞ্জে পাকা ঘরে উঠলেন ৭৭টি গৃহহীন পরিবার

সিলেটের গোলাপগঞ্জে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৩ জানুয়ারি) সকালে সারাদেশের ন্যায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে গোলাপগঞ্জে ৭৭টি পরিবারের মধ্যে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

পরে এ উপলক্ষে গোলাপগঞ্জ উপজেলা অঢিটোরিয়ামে আয়োজিত হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম কবিরের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার মো.খায়রুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. জাকারিয়া। 

গোলাপগঞ্জ উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মতিনের কোরআন তেলাওয়াত ও গোলাপগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি রতন মনী চন্দ’র গীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাড. ইকবাল আহমদ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাশেদুল হক চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রফিক আহমদ, জেলা আওয়ামী লীগ সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিন, মঞ্জুর শাফি চৌধুরী এলিম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শিলা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপমা দাস, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো.হারুনুর রশীদ চৌধুরী, উপজেলা প্রোকৌশলী মো.মাহমুদুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, সিলেট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সাংগঠনিক কামান্ডার তোতা মিয়া, পল্লী বিদ্যুৎ সমিতি সমিতি-১ সভাপতি সাংবাদিক আব্দুল আহাদ, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইউনুস চৌধুরী। 

এসময় উপস্থিত ছিলেন-উপজেলা সমাজ সেবা অফিসার নুরুল হক, গোলাপগঞ্জ প্রাণী সম্পদ অফিসার মাহবুবুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা খাদেজা খাতুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল, শিক্ষা কর্মকর্তা দেওয়ান নাজমুল আবেদীন, মুক্তিযোদ্ধা কামান্ডার আলহাজ্ব শফিকুর রহমান, আমুড়া ইউপি চেয়ারম্যান রুহেল আহমদ, সদর ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাও. মাহফুজুর রহমান কাশেমী, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ রেজাউল আমীন, ঢাকা দক্ষিণ সরকারি কলেজের অধ্যক্ষ এমএ রহিম, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহেদুর রহমান জাহেদ, সাংবাদিক হারিছ আলী,সৈয়দ জেলোয়ার হোসেন স্বপন, গোলাপগঞ্জ গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতি কোষাধ্যক্ষ সুলতান আবু নাসের, কার্যনির্বাহী সদস্য এমএ রাজ্জাক প্রমুখ।

পরে গোলাপগঞ্জে ৭৭টি পরিবারের মধ্যে জমি ও গৃহ হস্তান্তর দলিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে প্রদান করেন অতিথি বৃন্দ।

আমারসংবাদ/এআই