Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪,

শ্রীবরদীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধ

জানুয়ারি ২৫, ২০২১, ১০:৫৫ এএম


শ্রীবরদীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

শেরপুরের শ্রীবরদীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ শ্রীবরদী এরিয়া প্রোগ্রামের উদ্যোগে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার (২৫ জানুয়ারি) সকালে শ্রীবরদী এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে রানীশিমুল ইউনিয়নের মালাকোচা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিশুদের নিয়ে বার্ষিক সমাবেশ ও শিক্ষা উপকরণ (খাতা) বিতরণ উদ্বোধন করা হয়। 

অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার। 

এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন এবং শিশু শিক্ষার্থীদের মাঝে উপকরণ সহায়তা তুলে দেন। 

এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি এপি ম্যানেজার প্রকাশ চাম্বুগং। 

শ্রীবরদী এপি’র প্রোগ্রাম অফিসার জন পল স্কু’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-মালাকোচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল মিলন, প্রোগ্রাম অফিসার ফ্লোরা মাং সাং, চাইল্ড প্রোটেকশন শিমূল জেং চাম্ব, ওয়ার্ড মেম্বার মাহবুব হোসেন, গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মাহমুদুল হাসান সেলিম প্রমুখ। 

এসময় শিশু শিক্ষার্থী, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, পর্যায়ক্রমে শ্রীবরদী উপজেলার ৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ২ হাজার ৪ শত ৫৬ হতদরিদ্র শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হবে।

আমারসংবাদ/এআই