Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪,

বদরগঞ্জে গুড়িয়ে দেওয়া হয়েছে ২ ইটভাটা, দুটিকে জরিমানা

বদরগঞ্জ প্রতিনিধি (রংপুর)

জানুয়ারি ২৬, ২০২১, ০২:০০ পিএম


বদরগঞ্জে গুড়িয়ে দেওয়া হয়েছে ২ ইটভাটা, দুটিকে জরিমানা

রংপুরের বদরগঞ্জে চারটি অবৈধ ইটভাটা অভিযান চালিয়েছেন ভ্রাম্যমান আদালত। চারটি ইটভাটার মধ্যে এম.বি.টি ব্রিকস ও এ.এস.বি ব্রিকস নামে দুইটি ইটভাটা স্কেভেটর মেশিন দিয়ে গুড়িয়ে দেওয়া হয় এবং বি.বি.এল ব্রিকস ও আর.বি.এল-২ নামে দুই ইটভাটা মালিকের আট লাখ করে ১৬ লাখ টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকাল থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত পরিচালিত ওই ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন ঢাকা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তার। তাকে সহযোগিতা করেন রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান ও পরিবেশ অধিদপ্তর রংপুরের সহকারি পরিচালক মেজবাবুল আলমসহ র‌্যাব ও বদরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা। 

জরিমানা দেওয়া দুই ভাটা মালিক আবু তালেক ও মোকছেদুল হক। গুড়িয়ে দেওয়া দুই ভাটার মালিক বিপুল ও আবেদ আলী।

ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তার বলেন, দেশে চিমনি ইটভাটা নিষিদ্ধ। এসব চিমনি ইটভাটা অনেক আগেই বন্ধ করে দেওয়া হয়েছে। আইন অমান্য করে ওই চার ইটভাটায় ইট পোড়নো হচ্ছিলো। অভিযান চালিয়ে এসব ইটভাটা বন্ধ করে দেওয়ার পাশাপাশি ভাটা মালিকদের মুচলেকা নেওয়া হয়েছে ভবিষ্যতে আর চিমনি ভাটা না চালানোর।


আমারসংবাদ/এমএ