Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

সিলেটে উন্নয়নমূলক কাজের উদ্বোধন করলেন দুই মন্ত্রী

সিলেট ব্যুরো

জানুয়ারি ২৯, ২০২১, ১১:০৫ এএম


সিলেটে উন্নয়নমূলক কাজের উদ্বোধন করলেন দুই মন্ত্রী

সিলেট নগরীর চৌহাট্টা হতে বন্দরবাজার পর্যন্ত সড়ক সম্প্রসারণ, রোড ডিভাইডার, ফুটপাত নির্মাণ ও সড়কবাতি স্থাপনের কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম ও পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন এমপি।

শুক্রবার (২৯ জানুয়ারি) বিকেল তিনটায় নগরীর চৌহাট্টা পয়েন্টে নামফলক উন্মোচনের মাধ্যমে সড়কটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

জানা যায়, ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর ৬ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ের কাজটি শুরু হয়। প্রকল্পের মধ্যে এসফল্ট দ্বারা রাস্তা উন্নয়ন ৮৬০ মিটার, রাস্তার উভয়পার্শে ফুটপাতসহ ড্রেন ১৬৮০ মিটার, সৌন্দর্য্যবর্ধন কাঠামোরসহ রোড ডিভাইডার ১০৬০ এবং ৬২ টি সড়ক বাতি লাগানো হয়।

এর আগে সকাল ১১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট এসে পৌঁছান মো. তাজুল ইসলাম এমপি। এসময় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান।

সেখান থেকে তিনি সিলেট সার্কিট হাউজে যান। এসময় তাদের বিশেষ সম্মান জানায় জেলা ও মহানগর পুলিশ।

আমারসংবাদ/এমএ