Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

দু‌র্ভোগ লাঘ‌বে কমলগ‌ঞ্জে পুনরায় বাস সা‌র্ভিস চালু হ‌তে যা‌চ্ছে

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্র‌তি‌নি‌ধি

জানুয়ারি ৩০, ২০২১, ০৮:৫০ এএম


দু‌র্ভোগ লাঘ‌বে কমলগ‌ঞ্জে পুনরায় বাস সা‌র্ভিস চালু হ‌তে যা‌চ্ছে

যাত্রী‌দের দুর্ভোগ লাঘ‌বে পু‌রোদ‌মে মৌলভীবাজা‌রের কমলগ‌ঞ্জে যাত্রী সু‌বিধা দি‌য়ে পুনরায় বাস সা‌র্ভিস চালু হ‌তে যা‌চ্ছে।

সং‌শ্লিষ্ট সূ‌ত্রে জানা গে‌ছে, বুধবার (২৭ জানুয়া‌রি) মৌলভীবাজার-কুলাউড়া-চন্দগ্রাম ও শ্রীমঙ্গল-শম‌শেরনগর-ব্রাহ্মণবাজার বাস-‌মি‌নিবাস মা‌লিক স‌মি‌তির এক যৌথ সভা চাঁদনীঘাট বাস মা‌লিক স‌মি‌তির মৌলভীবাজারস্থ প্রধান কার্যাল‌য়ে অনু‌ষ্ঠিত।

মৌলভীবাজার-কুলাউড়া-চন্দগ্রাম বাস মা‌লিক স‌মি‌তির সভাপ‌তি হা‌জি আব্দুর র‌হিম আনছার মিয়া'র সভাপ‌তি‌ত্বে অনু‌ষ্ঠিত সভায় উপ‌স্থিত ছি‌লেন-শ্রীমঙ্গল বাস মা‌লিক স‌মি‌তির- সভাপ‌তি মোস্তা‌ফিজুর রহমান চৌধুরী মু‌কিত, উপ‌দেষ্টা এখলাছ আহমদ হায়দরী, মৌলভীবাজার-কুলাউড়া-চন্দগ্রাম বাস মা‌লিক স‌মি‌তির সহসভাপ‌তি হা‌জি ছা‌লিকুর রহমান, সাধারণ সম্পাদক হা‌জি আব্দুল আ‌জিজ রুপন, যুগ্ম সাধারণ সম্পাদক সে‌লিম খাঁন, শ্রীমঙ্গল-কুলাউড়া বাস মা‌লিক স‌মি‌তির সাধারণ সম্পাদক ফজলুল হক, আব্দুর রব ও শ্রীমঙ্গল-কুলাউড়া বাস মা‌লিক স‌মি‌তির জেনা‌রেল ম্যা‌নেজার আ‌জিজুল ইসলাম বুলু।

সভায় আ‌লোচনা শে‌ষে গৃহীত সিদ্ধান্ত ‌মোতা‌বেক রোববার (৩১ জানুয়া‌রি) হতে কুলাউড়া, শ্রীমঙ্গল, কুলাউড়া স‌মি‌তির গা‌ড়ি ২০ মি‌নিট অন্তর চলাচল ক‌রবে ও উভয় গন্ত‌ব্যে ৮০ মি‌নিট সম‌য়ের ম‌ধ্যে গা‌ড়ি চলাচল ক‌র‌বে।

এ‌তে প্রাথ‌মিকভা‌বে ২০টি বাস প্র‌তি‌দিন সকাল ৮টা থে‌কে রাত ৭টা পর্যন্ত চলাচল কর‌বে। তন্ম‌ধ্যে শম‌শেরনগ‌রে যাত্রা বির‌তি হিসা‌বে ৫/৬ মি‌নিট এবং ভাড়া হিসা‌বে কুলাউড়া-শ্রীমঙ্গল ৬০ টাকা, কুলাউড়া-শম‌শেরনগর ৩০ ও শম‌শেরনগর-শ্রীমঙ্গল ৩০ টাকা নির্ধারণ করা হ‌য়ে‌ছে জা‌নি‌য়ে শ্রীমঙ্গল বাস মা‌লিক স‌মি‌তির উপ‌দেষ্টা এখলাছ আহ‌মেদ হায়দরী দৈ‌নিক আমার সংবাদ‌কে জানান, আমরা দুই বাস মা‌লিক স‌মি‌তির নেতৃবৃন্দ যৌথভা‌বে মি‌টিং‌য়ের মাধ্য‌মে চু‌ক্তি ক‌রে‌ছি এবং যাত্রী‌দের দু‌র্ভোগ লাঘ‌বে এমন সিদ্ধান্ত নেয়া হ‌য়ে‌ছে।

দুই বছর ধ‌রে চেষ্টার পর অব‌শে‌ষে একীভূত হওয়া গে‌ছে জা‌নি‌য়ে এক প্র‌শ্নোত্ত‌রে (বিলম্ব) এখলাছ হায়দরী ব‌লেন, য‌দি গৃহীত সিদ্ধা‌ন্ত অমান্য করা হয় তাহ‌লে মি‌নিট প্র‌তি ২৫ টাকা হা‌রে এক স‌মি‌তি অন্য স‌মি‌তি‌কে জ‌রিমানা প্রদা‌নে বাধ্য থা‌ক‌বে।

আমারসংবাদ/এআই