Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪,

টুঙ্গিপাড়ায় শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে ভোটগ্রহণ

জানুয়ারি ৩০, ২০২১, ১০:০৫ এএম


টুঙ্গিপাড়ায় শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে ভোটগ্রহণ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভা নির্বাচনে শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে ভোটগ্রহণ হয়েছে। এ নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ মোজাম্মেল হক টুটুল বিনা প্রতিদ্বন্ধিতায় বিজয়ী হয়ে যাওয়ায় শুধুমাত্র কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ভোটাধিকার প্রয়োগ করেছেন ভোটাররা।

শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। শীত উপেক্ষা করে কেন্দ্রগুলোতে আসতে শুরু করে ভোটারা। তবে পুরুষ ভোটার থেকে মহিলা ভোটারদের উপস্থিতি ছিল বেশি। 

এ নির্বাচনে ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৫ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ৯টি কেন্দ্রে ২৮টি বুথে ৯ হাজার ৩৩৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এ নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্রগুলোতে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। 

আমারসংবাদ/কেএস