Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

শ্রীমঙ্গলে ৭ ফেব্রুয়ারি থেকে করোনা টিকা দেয়া শুরু

ফেব্রুয়ারি ৬, ২০২১, ১১:৩০ এএম


শ্রীমঙ্গলে ৭ ফেব্রুয়ারি থেকে করোনা টিকা দেয়া শুরু

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রথম করোনার টিকা নিবেন একজন নারী।

তিনি শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ (নার্স) মোছাম্মদ রোজিনা বেগম (৩৩)। 

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, করোনা প্রতিরোধ মূলক ভ্যাকসিন (টিকা) ৫ হাজার ডোজ শ্রীমঙ্গলে এসে পৌঁছেছে, যা ২ হাজার ৫ শত মানুষকে দেয়া হবে। প্রতি একজন পাবে ২ ডোজ করে। 

৭ ফেব্রুয়ারি (রোববার) সকালে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার ভ্যাকসিন (টিকা) দেয়ার কার্যক্রম শুরু করা হবে। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করবেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সংসদ সদস্য, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি।

 শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, করোনার টিকা নিতে এ পর্যন্ত ১ হাজার ৫১১জন রেজিস্ট্রেশন করেছে। 

রোববার প্রথমদিন ২০০ জনের মধ্যে করোনার (ভ্যাকসিন) টিকা দেয়া হবে। 

তিনি জানান, প্রথম ধাপে ৭ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ভ্যাকসিন দেয়ার কার্যক্রম চলবে।

আমারসংবাদ/এআই