Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

চট্টগ্রামের নতুন মেয়র শপথ নিবেন ১১ ফেব্রুয়ারি

চট্টগ্রাম ব্যুরো

ফেব্রুয়ারি ৮, ২০২১, ১১:৩৫ এএম


চট্টগ্রামের নতুন মেয়র শপথ নিবেন ১১ ফেব্রুয়ারি

আগামী ১১ ফেব্রুয়ারি বেলা ১১টায় ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে শপথ নেবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নবনির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। 

গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ভার্চ্যুয়ালি শপথ বাক্য পাঠ করাবেন। একইদিন একইস্থানে শপথ নেবেন নবনির্বাচিত ৪০ জন কাউন্সিলর ও ১৪ জন সংরক্ষিত নারী কাউন্সিলরও। তাদেরকে শপথ পাঠ করাবেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। 

৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর জহরলাল হাজারী বলেন, ‘চসিকের নবনির্বাচিত মেয়রের নেতৃত্বে আমরা ১০ ফেব্রুয়ারি শপথ নিতে ঢাকায় যাব। ১১ ফেব্রুয়ারি প্রথমে মেয়রের এবং পরে পর্যায়ক্রমে কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।’ 

গত ২৭ জানুয়ারির নির্বাচনে নৌকার প্রার্থী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম চৌধুরী তিন লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ধানের শীষের প্রার্থী মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন পান ৫২ হাজার ৪৮৯ ভোট। 

চসিকের ৪১টি ওয়ার্ডের মধ্যে ৩১ নম্বর আলকরণ ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচন হয়নি। ওই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তারেক সোলেমান সেলিমের মৃত্যুতে স্থগিত থাকা ভোটগ্রহণ করা হবে আগামী ২৮ ফেব্রুয়ারি।

আমারসংবাদ/এআই