Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪,

টিকার প্রতি আগ্রহ বেড়েছে শেরপুরের মানুষের

তপু সরকার হারুন, শেরপুর

ফেব্রুয়ারি ১০, ২০২১, ১১:১০ এএম


টিকার প্রতি আগ্রহ বেড়েছে শেরপুরের মানুষের

প্রাণঘাতী করোনাভাইরাসের টিকার প্রতি শেরপুরের মানুষের আগ্রহ বেড়েছে। 

শেরপুরের কোভিট-১৯ সম্বনয়কারী ডাঃ মোবারক হোসেন বলেন রোববার (৭ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিক উদ্ধাধনের পর থেকে শেরপুর জেলা হাসপাতালে কোভিট-১৯ প্রতিরোধক টিকা গ্রহণের আগ্রহ প্রতিদিন বাড়ছে।

জেলা সিভিল সার্জন ডাঃ আবুল কাসেম আনোয়ারুল রউফ জানান, শেরপুরে জেলায় মোট ৩৬ হাজার কোভিট-১৯ ভ্যাকসিন ডোজ গ্রহণ করি। এরমধ্য প্রথম ডোজ ১৮ হাজার এবং পরবর্তিতে দ্বিতীয় ডোজ ১৮ হাজার টিকা দেয়া হবে।  

চতুর্থদিনে উৎসব মুখর পরিবেশে কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রম সফলভাবে পরিচালিত হয়েছে। ৪০ বছর বা তদূর্ধ্ব বয়সের সবাইকে টিকা নেয়ার জন্য অনুরোধ জানিয়েছে শেরপুর জেলা স্বাস্থ্য বিভাগ । 

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শেরপুর বিএডিসি হিমাগার উপপরিচালক কৃষিবিদ সাজেদুর রহমান ও তৃতীয় দিন মঙ্গলবার টিকা নিয়েছেন বাংলাদেশ আওয়ামী কৃষক লীগের কেন্দ্রীয় নেতা কৃষিবিদ বদিউজ্জআমান বাদশা। 

পুরো শেরপুর জেলায় এই রিপোর্ট লেখা পর্যন্ত প্রায় ১৭০০ জন কোভিট-১৯ ভ্যাকসিন নিয়েছেন বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। 

এর মধ্যে শুধু জেলা সদরে প্রথমদিন ৮৫ জন ,দ্বিতীয় দিন ১৭৩ জন, তৃতীয় দিন ৪০৯ জন ও চতুর্থ দিনে ৬০৯ জন ভ্যাকসিন নিয়েছেন। 

আমারসংবাদ/এআই