Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪,

৪ ঘণ্টা পর সিলেটে ট্রেন চলাচল শুরু

সিলেট ব্যুরো

ফেব্রুয়ারি ১৩, ২০২১, ০১:৫০ পিএম


৪ ঘণ্টা পর সিলেটে ট্রেন চলাচল শুরু

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা এলাকায় তেলবাহী ওয়াগন লাইনচ্যুত হয়ে বন্ধ থাকার প্রায় চার ঘণ্টা পর সিলেটে ট্রেন চলাচল শুরু হয়েছে। 

এর আগে শনিবার দুপুর ২টার দিকে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ছিল। শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম থেকে সিলেটগামী ওয়াগন ট্রেনটি দুর্ঘটনায় পড়ে।

কুলাউড়া রেলওয়ে স্টেশনের মাস্টার মুহিব উদ্দিন বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, ট্রেনের ১২টি ট্যাংকারের মধ্যে একটি রেল লাইনের পাশে কাত হয়ে পড়ে যায়। প্রায় চার ঘণ্টা পর সন্ধ্যা ৬টার দিকে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

এর আগে কুলাউড়া থেকে উদ্ধারকারী একটি ট্রেন ঘটনাস্থলে গিয়ে লাইনচ্যুত বগিটি সরিয়ে লাইনটি স্বাভাবিক করে। এসময় সিলেট স্টেশনে ঢাকাগামী পারাবত এবং কুলাউড়ায় সিলেটগামী পাহাড়িকা ট্রেন আটকা পড়ে। পরে চলাচল স্বাভাবিক হয়।

আমারসংবাদ/এআই