Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

কুড়িগ্রামে ৪ খুনের মামলা: ৬ আসামির ফাঁসি

কুড়িগ্রাম প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৬, ২০২১, ০৮:১৫ এএম


কুড়িগ্রামে ৪ খুনের মামলা: ৬ আসামির ফাঁসি

জমি নিয়ে বিরোধের জেরে কুড়িগ্রামে একই পরিবারের চার জনকে খুনের মামলায় ছয় আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া খালাস পেয়েছেন নাইনুল ইসলাম নামের এক জন।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুল মান্নান এ রায় দেন।

মৃত্যুদণ্ড পাওয়া ছয় আসামি হলেন-নিহত সুলতান মণ্ডলের বড় ভাই মনতাজ উদ্দিন, নজরুল ইসলাম মঞ্জু, আমির হোসেন, জাকির হোসেন, জালাল গাজি ও আজমত আলী শেখ। তাদের মধ্যে জালাল গাজি পলাতক।

মামলার অভিযোগে বলা হয়, জমি নিয়ে বিরোধের জেরে ২০১৪ সালের ১৪ জানুয়ারি ভূরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা এলাকায় ঘরের ভিতর একই পরিবারের শিশুসহ চার জনকে কুপিয়ে হত্যা করেন আসামি।

ওই ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন সুলতান মণ্ডল, তার স্ত্রী হাজেরা বেগম, মেয়ে রোমানা ও ছয় বছরের নাতনি আনিকা। হামলায় গুরুতর আহত হন সুলতানের মেয়ে মৌসুমি আক্তার। এ ঘটনায় সুলতানের ছেলে হাফিজুর রহমান ভূরুঙ্গামারী থানায় একটি হত্যা মামলা করেন। 

আমারসংবাদ/এআই