Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

রৌমারীতে বন্যা সহনশীল নলকূপ স্থাপন

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৭, ২০২১, ০৯:০৫ এএম


রৌমারীতে বন্যা সহনশীল নলকূপ স্থাপন

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় লোকাল গর্ভনমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেইনঞ্জ (লজিক) প্রকল্পের আওতায় ২০১৯-২০ অর্থ বছরে ২৮ হাজার টাকা ব্যয় পথচারিদের জন্য বন্যা সহনশীল নলকূপ স্থাপন করা হয়েছে। 

বুধবার (১৭ ফ্রেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার ১ নং দাঁতভাঙ্গা ইউনিয়নের ধর্মপুর গ্রামের কৃষক আজবাহরের বাড়ি সংলগ্ন রাস্তার ধারে এ নলকূপ স্থাপন করা হয়েছে। 

এসময় উপস্থিত ছিলেন-প্রকল্পের সভাপতি ইউপি সদস্য হাফেজ মোঃ শাহজাহান আলী , দাঁতভাঙ্গা ইউপি সচিব মোঃ রোকোনুজ্জামান হক, ইউপি সদস্য আবুল হোসেন,ইউপি সদস্য জাকির হোসেন, লজিক প্রকল্পের  ইউনিয়ন কমিউনিটি মোবিলাইজেশন ফ্যাসিলেটর এরশাদুল হক ও সুমনা পারভীন সহ এলাকাবাসি।

অত্র এলাকায় পর্যায়ক্রমে আরো ২১টি বন্যা সহনশীল নলকুপ স্থাপন করা হবে।

আমারসংবাদ/এআই