Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

সোনাতলায় ৫০ উর্ধ দাঁড়িওয়ালাদের প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত

সোনাতলা প্রতিনিধি (বগুড়া)

ফেব্রুয়ারি ১৯, ২০২১, ০২:৪৫ পিএম


সোনাতলায় ৫০ উর্ধ দাঁড়িওয়ালাদের প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত

বগুড়ার সোনাতলায় এক ব্যতিক্রমধর্মী প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সোনাতলা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে ৫০ উর্ধ দাঁড়িসহ যাদের বউ জীবিত বনাম যাদের বউ মৃত তাদের মধ্যে অনুষ্ঠিত ফুটবল খেলার মাঠ ছিল দর্শকের ভরপুর। 

খেলায় যাদের বউ জীবিত তারা ২-০ গোলে যাদের বউ মৃত তাদেরকে পরাজিত করেছে। যাদের বউ জীবিত তাদের পক্ষে দুটি গোলই করেন নাবি এগ্রোফিডের স্বত্বাধিকারী গোলাম মোস্তফা বেলাল। 

খেলায় বিশিষ্ট সমাজ সেবক ও  উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহিদুল বারী খান রব্বানী এবং উপজেলা শ্রমিকলীগ নেতা রেজাউল করিম আকন্দ (মানিক) অতিথি থেকে উভয় দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। এর পূর্বে রব্বনী খেলাটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন তারা। 

খেলাটি পরিচালনা করেন তুষার আহম্মেদ। তাকে সহযোগীতা করেন খাজা ও মিদুল। 

খেলাটি আয়োজন করেন তফিজার রহমান, সরকারী প্রাথমিক বিদ্যারয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, নাবি এগ্রোফিড এর স্বত্বাধিকারী গোলাম মোস্তফা বেলাল, ব্যবসায়ী সাইফুল ইসলাম, সোনাতলা টেলিফোন এক্সচেঞ্জ এর টেকনিশিয়ান আব্দুল মজিদসহ ১০ সদস্য বিশিষ্ট আয়োজক কমিটি। 

এ সময় উপস্থিত ছিলেন পৌর ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রেজাউল করিম, সোনাতলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোশাররফ হোসেন মজনু, সাংবাদিক লতিফুল ইসলাম, রিমন আহম্মেদ বিকাশ, আব্দুর রাজ্জাক, পৌর কাজী তারাজুল ইসলাম, যুবলীগ নেতা মোনারুল ইসলাম মোনাই, পুটু মিয়া প্রমূখ। 

পুরা খেলাটি আনন্দ মুখর করে তোলে ধারা ভাস্যকার রাসেল আহম্মেদ। 


আমারসংবাদ/এমএ