Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

গোপালগঞ্জে মুক্তিযোদ্ধা পরিবারের জমি ও মার্কেট দখলের পাঁয়তারা

গোপালগঞ্জ প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৩, ২০২১, ০৯:৪০ এএম


গোপালগঞ্জে মুক্তিযোদ্ধা পরিবারের জমি ও মার্কেট দখলের পাঁয়তারা

গোপালগঞ্জের কাশিয়ানীতে মুক্তিযোদ্ধা পরিবারের জমি ও মার্কেট দখলের চেষ্টা এবং ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মার্কেট মালিক সৌদি প্রবাসী আবুল বাশার মুন্সীর স্ত্রী রেশমা বেগম।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলার রাতইল ইউনিয়নের ধূসর বটতলা রাফি মার্কেটের সামনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মার্কেট মালিকের ভাগ্নে মো. সজীব সরদার।

বক্তব্যে তিনি বলেন, রাতইল গ্রামের মরহুম বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিনের ছেলে আবুল বশার ও শরীফ মুন্সী ধূসর বটতলা এলাকায় ১০ বছর আগে ৮ শতাংশ জমি কিনে সেখানে পাকা মার্কেট নির্মাণ করে ব্যবসা করে আসছেন। সম্প্রতি ওই জমির পার্শ্ববর্তী মালিক একই গ্রামের দিপু মুন্সী গং জমির মালিকানা দাবি করে জোরপূর্বক জমি ও মার্কেট দখলের পাঁয়তারা করছেন। গত ২০ ফেব্রুয়ারি আমাদের জমি ও মার্কেটের মালিকানা দাবি করে ও সৌদি প্রবাসী শরীফ মুন্সীকে জড়িয়ে মিথ্যা অপবাদ দিয়ে দীপু গং একটি সংবাদ সম্মেলন করেন। যাহা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রচারিত ও প্রকাশিত হয়। আমি প্রকাশিত ওই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি আরো বলেন, আমি এই ভূমিদস্যুদের হয়রানি থেকে বাঁচতে ও সম্পত্তি রক্ষার জন্য মাননীয় প্রধানমন্ত্রী, স্থানীয় সাংসদ সদস্য, জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি। 

আমারসংবাদ/কেএস