Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

নীলফামারীতে নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

আল-আমিন, নীলফামারী

ফেব্রুয়ারি ২৪, ২০২১, ০২:২০ পিএম


নীলফামারীতে নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

নীলফামারীতে নারীর ক্ষমতায়নের জন্য সুযোগ সৃষ্টি প্রকল্পের উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ হয়েছে। 

বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ব্রেড ফর দ্যা ওয়াল্ড জার্মানীর সহযোগীতায় নীলফামারী সদর পল্লীশ্রী অফিসের সম্মেলন কক্ষে উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেন জেলা যুব উন্নয়নের কর্মকর্তা শামসুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, সদর পল্লীশ্রীর প্রোগ্রাম অফিসার শাহানাজ বেগম, প্রোগ্রাম ফ্যাসিলিটেটর নার্গিস বেগম সহ আরো অনেকে।

প্রসঙ্গত, সদর উপজেলার ৪ ইউনিয়ন ও পৌরসভার ২০টি নারী ক্লাব থেকে ১ জন করে ২০ জন সদস্য প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে প্রত্যেককে ১টি করে ক্যালকুলেটর বিতরণ করা হয়।

আমারসংবাদ/কেএস