Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

রাত পোহালেই রায়পুর পৌরসভার ভোট

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৭, ২০২১, ০৯:৪৫ এএম


রাত পোহালেই রায়পুর পৌরসভার ভোট

রাত পোহালেই অনুষ্ঠিত হবে উপকুল খ্যাত ডাকাতিয়ার প্রাণ লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভা নির্বাচন। 

মোট ২৩ হাজার ৬৩১ জন ভোটার এই প্রথমবারের মতো ইভিএম মেশিনের মাধ্যমে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। 

উপজেলা নির্বাচন অফিস থেকে শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ইভিএম মেশিনসহ নির্বাচনী আনুসাঙ্গীক সরঞ্জাম। প্রত্যেক কেন্দ্রের প্রতিটি বুথে ১টি করে ইভিএমের মাধ্যমে ভোটাররা তাদের ভোটধিকার প্রয়োগ করবেন। 

অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন গ্রহণের লক্ষে মাঠে থাকবে নির্বাহী ম্যাজিট্রেট, র‌্যাব, পুলিশ ও অনসার সদস্যরা।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, রায়পুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ছয় জন প্রতিদ্বন্দ্বী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। 

এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গিয়াস উদ্দিন রুবেল ভাট নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

অপরদিকে, ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবিএম জিলানী। 

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোবাইল প্রতিকে অধ্যাপক মনির, জগ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন নাছির উদ্দিন সগির, নারিকেল গাছ প্রতিকে মাসুদ আলম। 

এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাত পাখা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুল খালেক। 

কাউন্সিলর পদে ৫০জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

রায়পুর নির্বাচন অফিসার দ্বিপক বিস্বাস বলেন, এই প্রথমবারের মতো রায়পুর পৌরসভায় ইভিএমের মাধ্যমে ভোটাররা তাদের ভোটধিকার প্রয়োগ করবেন। 

আমারসংবাদ/এআই