গোপালগঞ্জ করপাড়া ইউনিয়নে কে পাবেন নৌকা প্রতিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশের ন্যায় গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া ইউনিয়নে শুরু হয়েছে নির্বাচনী প্রচার প্রচারণা। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা নানা কৌশলে প্রচার চালিয়ে যাচ্ছেন। দোয়া ও সমর্থন চেয়ে লাগানো পোস্টার, ব্যানার ও ফেষ্টুনে ছেয়ে গেছে ইউনিয়নের প্রতিটি অলিগলি। সম্ভাব্য প্রার্থিদের টার্গেট প্রচারে একে অপরকে ছাড়িয়ে যাওয়া এবং নৌকা প্রতিক নিশ্চিত করা। ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের অনেকেই ভোটারদের সঙ্গে কুশল বিনিময়, উঠান বৈঠক ও সভা সমাবেশে অংশ নিচ্ছেন।
বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে নির্বাচনী উপস্থিতির জানান দিচ্ছেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভোটারদের কাছে নিজেদের তুলে ধরার চেষ্টা করছেন সম্ভাব্য প্রার্থীরা। দলীয় মনোনয়ন পেতে জেলা উপজেলা থেকে শুরু করে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে লবিংও শুরু করেছেন তারা।
সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা হলেন, ইউপি চেয়ারম্যান সিকদার শাহ সুফিয়ান, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মজিবর রহমান বেগ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নওয়াব আলী ফকির, বলাকইড় আঝারিয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এস. এম. রোবায়েত রায়হান (ননী), ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক ইউপি সদস্য এস. এম হাবিবুর রহমান (সোনামিয়া), ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মীর রুবেল, ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আজগর আলী খান, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রুবেল হোসেন রবজেল ফকির, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ খাইরুল ইসলাম, স্বপ্নমঞ্চ ক্লাব ও স্বপ্নমঞ্চ একাডেমির সভাপতি লুৎফর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম মোল্লা জইন, ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা মোঃ উজ্জল হোসেন।
ইউপি চেয়ারম্যান সিকদার শাহ সুফিয়ান বলেন, চেষ্টা করেছি ভালো কিছু করার। কাজ করতে গেলে কিছু ভূল হয়। দলীয় মনোনয়ন পেয়ে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হলে ভূল থেকে শিক্ষা নিয়ে ডিজিটাল ইউনিয়ন গড়ার লক্ষে কাজ করে যাবো।
বলাকইড় আঝারিয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এস. এম. রোবায়েত রায়হান ননী ও তার পরিবার দির্ঘদিন ইউনিয়নের দুস্থ্য জনগনের পাশে থেকে সেবা করে আসছেন। চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের অবকাঠামো উন্নয়ন সহ ভবিষ্যতেও তার পরিবার জনগনের পাশে থেকে সেবা করে যাবেন বলে তিনি জানান।
ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক ইউপি সদস্য এস. এম হাবিবুর রহমান (সোনামিয়া) জানান, চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ড ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করার লক্ষে কাজ করে যাবো।
ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আজগর আলী খান জানান, দলীয় মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়ন থেকে মাদক নির্মূল সহ অবকাঠামো উন্নয়নে ব্যাপক প্রসার ঘটাবো।
স্বপ্নমঞ্চ ক্লাব ও স্বপ্নমঞ্চ একাডেমির সভাপতি লুৎফর রহমান একজন শিক্ষানুরাগী। তিনি “মানুষের জন্য, মানুষের সাথে” শ্লোগানকে সামনে রেখে করপাড়া ইউনিয়কে একটি জনমুখী ও মডেল ইউনিয়নে পরিণত করতে নির্বাচনী ইশতেহার ইউনিয়ন বাসীর কাছে তুলে ধরেছেন। চেয়ারম্যান নির্বাচিত হলে এসব বাস্তবায়ন করবেন বলে জানান তিনি।
ঢাকা মহানগর দক্ষিন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক দ্বীন ইসলাম মোল্লা জইন জানান, আমি দলীয় মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হলে ডিজিটাল ইউনিয়ন গড়ার লক্ষে একটি অ্যাপস চালু করবো। অ্যাপস এর মাধ্যমে তথ্য নিয়ে জনগনের দোড় গোড়ায় সেবা পৌঁছে দিবো।
আমারসংবাদ/কেএস